আমি যে কতটা যোগ্য, তা জানতে হলে নিয়োগ করতে হবে চাকরিতে। তবেই বুঝবেন ‘ফুল পোটেনশিয়াল’। প্রার্থীর যোগ্যতার এভারেস্টে চোখ বুলিয়ে অভ্যস্ত চাকুরিদাতা কর্তাদেরই পাল্টা ধাঁধায় ফেলে দিয়েছে এই সিভি।
চাকরির আবেদন করতে প্রার্থীরা নিজের বায়োডাটাকে যথাসম্ভব পাঠযোগ্য এবং সহজ-সরল করার চেষ্টা করেন। বলা হয়, বায়োডাটা এমন হবে যা দেখে চাকরিপ্রার্থীর সম্পূর্ণ যোগ্যতা-অভিজ্ঞতা নিমেষে বুঝতে পারবেন নিয়োগকারীরা। কিন্তু সম্প্রতি এক চাকরিপ্রার্থীর বায়োডাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা পড়ে নেটিজেনরা তাঁর রসবোধের তারিফ না করে পারছেন না। এমন বায়োডাটা তারা আগে কখনও পড়েছেন বলে মনেও করতে পারছেন না।
জাজবাত বাংলায় আরও পড়ুন
রেডিট সমাজমাধ্যমে এক চাকরিপ্রার্থীর অর্ধেক চেহারার ছবি সহ একটি বায়োডাটা ভাইরাল। তাতে প্রার্থী তাঁর জীবনের অর্ধেক অভিজ্ঞতা-দক্ষতা লিখেছেন। তত টুকুই দেখা যাচ্ছে। তার পর লেখা, ….. ‘ফুল পোটেনশিয়াল’ জানতে আমায় নিয়োগ করুন।’
এই বায়োডাটাটি পড়ার পর সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা। কিছু মানুষ আবেদনকারীর বুদ্ধিমত্তার প্রশংসা করলেও অনেকে একে নিরেট হাসির খোরাক বলছেন। অনেকেই লিখেছেন এই বায়োডাটা দেখে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ। আরেকজন লিখেছেন, “আমি যদি একজন নিয়োগকারী হতাম, তাহলে আমি ১০০% আপনাকে একটি সাক্ষাৎকারের জন্য অবশ্যই ডাকতাম।” চাকরি পান বা না পান— আজব এক সিভি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওই চাকরিপ্রার্থী।
