হিন্দু পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির মালয়েশিয়ান মডেলের! মালয়েশিয়ায় কানারান মন্দিরের এক হিন্দু পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ এনেছেন মালয়েশিয়ার এক মডেল তথা ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১’-এর বিজয়ী লিশালিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার মালয়েশিয়ায় সেপাং-এর মারিয়াম্মান মন্দিরে।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিশালিনি জানান, পুরোহিত আশীর্বাদ দেওয়ার নাম করে তাকে মন্দিরের অফিসঘরে নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করেন। সেই পুরোহিতই নাকি এর আগেও বিভিন্ন পূজা ও আচার নিয়ে তাঁকে সাহায্য করতেন, তাই তিনি সন্দেহ করেননি। মডেল জানান, অফিসঘরে নিয়ে গিয়ে পুরোহিত প্রথমে একধরনের সুগন্ধী তরল মিশিয়ে আর ‘পবিত্র জল’ ছিটাতে থাকেন। এতটাই বেশি জল ছিটানো হয় যে তাঁর চোখ খোলা রাখা কঠিন হয়ে পড়ে। এরপর তিনি দাবি করেন, পুরোহিত তাঁকে জামা তুলতে বলেন। তিনি অস্বীকার করলে, পুরোহিত জামার আকার নিয়ে অপমান করেন এবং ফের পবিত্র জল ছিটাতে থাকেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপর আচমকা পুরোহিত তাঁর ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এই ঘটনার সময় তিনি অবাক হয়ে যান এবং প্রতিক্রিয়া জানাতে পারেননি বলে জানান লিশালিনি। ওই মডেল বলেন,”আমি বুঝতে পারছিলাম এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি যেন স্থির হয়ে গেছিলাম। কিছুই করতে পারিনি।”
এই ঘটনার পর কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি পুলিশের তদন্তকারী অফিসারও তাঁকে নাকি হুমকি দেন, যাতে তিনি বিষয়টি প্রকাশ না করেন। এমনকি বলেন, “আপনি যদি এটা জানান, তাহলে দোষ আপনারই হবে।” এরপর তিনি সাহস করে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
আরও পড়ুন
সেপাং জেলার পুলিশ প্রধান নোরহিজাম বাহামান জানিয়েছেন, অভিযুক্ত পুরোহিত একজন ভারতীয় নাগরিক। মন্দিরের মূল পুরোহিতের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। যদিও এখন তিনি পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রথমে পবিত্র জল ছিটিয়ে মহিলাদের চোখ-মুখ অসাড় করে দেওয়া, তারপর সুযোগ নিয়ে শ্লীলতাহানি করাই ছিল অভিযুক্তের মূল লক্ষ্য। এহেন জঘন্য ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে