লর্ডস মানে ২২ গজের অনুরাগীদের কাছে আবেগের অন্যতম নাম। লর্ডস মানে ‘হোম অব ক্রিকেট’। টেনিসে যেমন উইম্বলডন, ক্রিকেটে তেমনিই লর্ডস। যেখানে অন্ততঃ একটিবারের জন্য নামা যে কোনও ক্রিকেটারের সারা জীবনের স্বপ্ন। পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে যদি কোনও ব্যাটার সেঞ্চুরি করেন কিংবা কোনও বোলার ৫ উইকেট নিতে পারেন তা হলে তিনি আত্মবিশ্বাসের কোন পর্যায়ে পৌঁছে যান তা সহজেই অনুমেয়।
যদি টিম ইন্ডিয়া’র দিকেই তাকানো যায়, তা হলে কিন্তু লর্ডসের মাটিতে তাঁদের পারফরম্যান্স যথেষ্টই ইতিবাচক। এই মাঠে আজ পর্যন্ত ১৯ টেস্ট খেলে যদিও মাত্র ৩ টিতেই জয় পেয়েছে ভারত। তবে এটিই বিলেতের কোনও মাঠে ভারতের সর্বাধিক জয়। অন্যদিকে লর্ডসে ভারতীয় ব্যাটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের রেকর্ডও দুর্দান্ত। ১৯৯৬ সালে এই মাঠেই নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ছাড়া এখনও পর্যন্ত সার্বিকভাবে ১০ জন ভারতীয় ব্যাটার মিলে মোট ১২ টি টেস্ট শতরান হাঁকিয়েছেন ‘হোম অব ক্রিকেটে’। চলুন, সেই তালিকাতেই একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তালিকার প্রথমেই রয়েছে ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বিনু মানকর। ১৯৫২ সালে প্রথম ভারতীয় হিসেবে লর্ডসের মাটিতে সেঞ্চুরি (১৮৪) করে নজির গড়েন তিনি। এরপরই যার কথা বলতে বলতে হয় তিনি হলেন দিলীপ বেঙ্গসরকার। ক্রিকেটের মক্কায় যথাক্রমে ১৯৭৯, ১৯৮২ এবং ১৯৮৬ সালে মোট ৩ টি শতরান (১০৩, ১৫৭ এবং ১২৬) হাঁকিয়ে এই মাঠে ভারতীয়দের মধ্যে তিনিই সফলতম। এ ছাড়া আরও যে ৮ জন লর্ডসের ঐতিহাসিক সেঞ্চুরিয়নস বোর্ডে নিজেদের নাম লেখাতে পেরেছেন তাঁরা যথাক্রমে গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৯৭৯), রবি শাস্ত্রী (১৯৯০), মহম্মদ আজহারউদ্দিন (১৯৯০), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬), অজিত আগরকার (২০০২), রাহুল দ্রাবিড় (২০১১), অজিঙ্কা রাহানে (২০১৪), কে এল রাহুল (২০২১)।
আরও পড়ুন
অর্থাৎ দেখাই যাচ্ছে, সুনীল গাভাসকর কিংবা সচিন তেন্ডুলকরের মত কিংবদন্তিও কখনও লর্ডসের মাটিতে তিন অঙ্কে পৌঁছতে পারেননি। অন্যদিকে আরেক মহাতারকা বিরাট কোহলিও পারেননি লর্ডসে সেঞ্চুরি হাঁকাতে। আবার পরিসংখ্যান এও বলছে যে কখনও কোনও ভারতীয় অধিনায়কও এই মাঠে শতরান করতে পারেননি টেস্টে। ফলে শুভমন গিলের জন্য থাকছে এক আকর্ষণীয় সুযোগ। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে লর্ডসে সেঞ্চুরি করতে পারলেই তিনি গড়ে ফেলবেন একটি নতুন ইতিহাস।