আরও একটি পালক যুক্ত হল ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের মুকুটে। বৃহস্পতিবার লন্ডনের এমসিসি মিউজিয়ামে উন্মোচিত হল তাঁর একটি প্রতিকৃতি। তুলির আঁচড়ে যা ফুটিয়ে তুলেছেন বিখ্যাত চিত্রশিল্পী স্টুয়ার্ট পিয়ার্সন রাইট। জানা যাচ্ছে, চলতি ২০২৫ মরশুমের শেষ পর্যন্ত এই ছবিটি থাকবে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এমসিসি যাদুঘরে। তারপর সেটির ঠাঁই হবে লর্ডসের প্যাভিলিয়নে। এ দিকে এই ছবি উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি এদিন আরও এক সম্মানে ভূষিত করা হয় সচিনকে। ‘হোম অব ক্রিকেটে’র ঐতিহাসিক ঘন্টাটি বাজানোর মাধ্যমে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের সূচনা করেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই দুই সম্মান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সচিন। মাস্টার ব্লাস্টারের কথায়, “এটি একটি বিরাট বড় সম্মান। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই আমার লর্ডসে’র সঙ্গে প্রথম পরিচয়। আমার ক্রিকেটের যাত্রা সেখানেই শুরু হয়েছিল। আর আজ আমার প্রতিকৃতি লর্ডসে’র প্যাভিলিয়নে ঠাঁই পেতে চলেছে। আমার মনে হচ্ছে, একটি বৃত্ত যেন সম্পূর্ণ হল। যখনই আমি অতীতের দিকে ফিরে তাকাব, এই ছবিটি আমার মুখে নতুন করে হাসি ফোটাবে।” জানা গিয়েছে, শিল্পী স্টুয়ার্ট পিয়ার্সন রাইট ১৮ বছর আগে নিজে সচিনের বাড়িতে গিয়ে একটি চিত্র সংগ্রহ করেছিলেন। যা দেখেই এই ছবিটি এঁকেছেন তিনি।
উল্লেখ্য, বিখ্যাত ক্রিকেটারদের প্রতিকৃতি সংগ্রহ করার রীতি বিগত দু দশক ধরে চালু হলেও বিভিন্ন ধরণের শৈল্পিক নিদর্শন সেই ভিক্টোরিয়ান আমল থেকেই সংগ্রহ করে আসছে এমসিসি। আজ পর্যন্ত মোট ৫ জন ভারতীয় ক্রিকেটারের ছবি স্থান পেয়েছে এই সংগ্রহে। আর তার মধ্যে চারটিই (কপিল দেব, বিষেণ সিং বেদী, দিলীপ বেঙ্গসরকার এবং সচিন তেন্ডুলকর) স্টুয়ার্ট পিয়ার্সন রাইটের আঁকা। ছবি উন্মোচনের পর লর্ডসের ঘন্টা বাজিয়ে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের সূচনা করেন সচিন।
আরও পড়ুন
এ দিকে এই জমকালো অনুষ্ঠানের পর লর্ডস টেস্টে ইংল্যান্ডের শুরুটা কিন্তু মোটেই খুব একটা ভাল হল না। প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্বাগতিকদের স্কোর ছিল ২ উইকেট খুইয়ে ৮৩। এদিন দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট নিয়ন্ত্রণহীন ফলস শট খেলেছেন যথাক্রমে ৩৯.৫ এবং ৪০ শতাংশ। ইনিংসে নূন্যতম ৪০ বল খেলেছেন এমন ওপেনারদের তালিকায় এই পরিসংখ্যান প্রথম দুইয়ে জায়গা করে নিয়েছে। ভারতের হয়ে দুটি উইকেটই নিয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি।