দু’দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রূপান্তরকামী অভিনেত্রী ববি ডার্লিং। বেশ পরিচিত মুখ। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী জানান যে, অবসাদে ভুগছেন তিনি। এমন কী, সুশান্ত সিং রাজপুতের মতো চরম সিদ্ধান্ত নেওয়ার কথাও ভেবেছিলেন! বিস্ফোরক দাবি ববি ডার্লিংয়ের। কাজের অভাবে ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন তিনি। বাধ্য হয়ে ছাড়তে হয় মুম্বই। প্রায় চার বছর পর মায়ানগরীতে ফিরেছেন তিনি। খানিক আবেগতাড়িত শোনাল তাঁর কথা।
নেই কাজ, নেই সহযোগিতা। এর থেকেই মানসিক অবসাদ, আত্মহননের চিন্তা। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ববি ডার্লিং। অভিনেত্রী জানান তিনি প্রযোজক একতা কাপুরের কাছেও কাজ চান। আশা করেছিলেন তাঁকে কোনও একটা চরিত্রে কাস্ট করা হবে। এর আগে তিনি একতা প্রযোজিত ২০০৫ সালের হিট ছবি ‘কেয়া কুল হ্যায় হম’ ছবিতে কাজ করেছিলেন। একতাকে পাঠানো মেসেজ প্রসঙ্গে সিদ্ধার্থ কননের পডকাস্টে ববি বলেন, ‘আমি আপনার পা ধরতে রাজি। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কাজ খুঁজছি। দয়া করে আমাকে একটা কাজ দিন। আমার ফ্রাস্ট্রেশন হচ্ছে, ডিপ্রেশনে রয়েছি। আমি হয়তো সুশান্তের মতো আত্মহত্যা করে ফেলব।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপরে তিনি আরও বলেন, ‘অবশ্যই রীতেশ (দেশমুখ) ওই ছবিতে ভীষণ ভালো কাজ করেছিলেন, সকলের টিমওয়ার্ক থাকে। আমি তো ঐশ্বর্যা রাই নই।’ তবে নিজের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে বুঝতে পেরে মুম্বই ছেড়ে দেন ববি। কিন্তু চার বছর পর ফিরে এসে কি অবস্থার কোনও পরিবর্তন লক্ষ্য করছেন তিনি? ববির কথায়, ‘কাজ চাইছি। কাজ তো করতেই হবে। বম্বেতে থেকেও যদি কাজ না করতে পারলাম তাহলে আর কী করলাম? আবার বারে নাচ করতে পারব না।’
আরও পড়ুন
টেলিভিশন ও সিনেমা, দুই মাধ্যমেই বেশ কিছু কাজ করা সত্ত্বেও এখন কাজ পেতে হিমশিম খেতে হচ্ছে ববি ডার্লিংকে। ‘স্টাইল’, ‘দিল নে জিসে অপনা কাহাঁ’, ‘কেয়া কুল হ্যায় হম’, ‘অপনা সপনা মানি মানি’র মতো একাধিক ছবিতে ও বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
সুশান্ত সিং রাজপুত পডকাস্ট