বহু প্রতীক্ষার পর মুক্তি পেল অজয় দেবগণের ‘সন অফ সর্দার ২’ ছবির ট্রেলার। ২০১২ সালের ‘সন অফ সর্দার’ মনে ধরেছিল দর্শকের। এবার সেই ছবির নস্ট্যালজিয়ায় ভাসলেন দর্শক, এই সিক্যুয়েলের ট্রেলারে। পাঞ্জাবে টিকে গিয়েছিলেন, ১৩ বছর পর স্কটল্যান্ডে কোন ঝামেলায় জড়াবেন অজয়?
বিজয় কুমার অরোরা পরিচালিত ‘সন অফ সর্দার ২’ ছবিতে রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, ম্রুণাল ঠাকুর, নীরু বাজওয়া, চাঙ্কি পাণ্ডে, কুবরা সইত, দীপক ডোব্রিয়াল, বিন্দু দারা সিং, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতার পাশাপাশি দেখা যাবে প্রয়াত মুকুল দেবকেও। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারের শুরুতে প্রিক্যুয়েলের কিছু জনপ্রিয় দৃশ্যের ঝলক দেখতে পাওয়া যায়। যেখানে দেখা যায় পূর্বপুরুষের খারাপ সম্পর্কের মাশুল দিতে গিয়ে পাঞ্জাবের গ্রামে কেমন ভাবে ঝামেলায় জড়ান তিনি। এবারে তিনি পড়েছেন নতুন ঝামেলায়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই সিনেমায় অজয়কে দেখা যাবে তাঁর প্রেমিকা ম্রুণালের সঙ্গে হাত মিলিয়ে রোশনি ওয়ালিয়ার শিখ বাবা-মা সাজতে। প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবু শ্বশুরবাড়িতে নকল বাবা-মাকে নিয়ে যায় সে। কিন্তু সমস্যা বাড়ে যখন ছেলের বাবার সঙ্গে আলাপ হয়। অভিনয়ে রবি কিষাণ। যাঁর জিম্মায় একাধিক বন্দুক, বডিগার্ড সবই রয়েছে। শেষ পর্যন্ত বিয়ে হবে? কত বড় সমস্যায় পড়বেন অজয় ও ম্রুণাল। হাসি-ঠাট্টা-মজায় ভরা ট্রেলার দেখে উত্তেজিত দর্শক। ট্রেলার শেয়ার করে অজয় লেখেন, ‘অ্য়াকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জস্সি ফিরে এসেছে, আর এবার সবকিছুই দ্বিগুণ!’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
‘সন অফ সর্দার ২’ ছবির প্রযোজনায় অজয় দেবগণ ও জ্যোতি দেশপাণ্ডে। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৫ তারিখ। প্রথম ছবিতে নায়িকা ছিলেন সোনাক্ষি সিন্হা। ছবির গান বেশ প্রশংসিত হয়েছিল