৯ জুলাই গভীর রাতে দিল্লির বসন্ত বিহার এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পাঁচ ফুটপাতবাসীকে পিষে দিল এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। আহতদের মধ্যে রয়েছেন এক ৮ বছরের শিশুকন্যাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটে রাত ১টা ৪৫ মিনিট নাগাদ। অভিযুক্ত চালকের নাম উৎসব শেখর (৪০)। তিনি নয়ডা থেকে মদ্যপ অবস্থায় ফিরছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বসন্ত বিহার সংলগ্ন শিব ক্যাম্প এলাকায় একটি সাদা অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে যায়। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনকে পিষে দিয়ে গাড়িটি সামনের দিকে এগিয়ে একটি ট্রাকে ধাক্কা খায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রয়েছেন, লাধি (৪০), তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রামচন্দ্র (৪৫) ও তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। জানা গিয়েছে, তাঁরা সবাই রাজস্থানের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই দিল্লিতে দিনমজুরির কাজ করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত উৎসব শেখরকে গ্রেফতার করেছে। মেডিক্যাল পরীক্ষায় তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে দিল্লি ও আশপাশের এলাকায় একের পর এক বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা সামনে এসেছে। মে মাসে পশ্চিম দিল্লিতে ১৯ বছরের এক কিশোরের গাড়ি ধাক্কায় দুইজনের মৃত্যু ও তিনজন আহত হন। এপ্রিল মাসে ১৫ বছরের এক কিশোরের গাড়ি চাপায় মৃত্যু হয় এক ২ বছরের শিশুকন্যার। এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।