হোম অব ক্রিকেটে বিধ্বস্ত ব্রিটিশরা। রবিবার টেস্টের চতুর্থ দিন বেন স্টোকসরা গুটিয়ে গেলেন মাত্র ১৯২ রানেই। সৌজন্যে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। বাকিদের ছায়ায় যিনি কার্যত ঢাকাই পড়ে গিয়েছিলেন আগের টেস্টে। সেই ওয়াশিংটনের ‘সুন্দর’ বোলিংয়েই এ দিন ২০০ তোলার আগেই বেলাইন ইংরেজরা। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যেতে টিম ইন্ডিয়ার এ বার প্রয়োজন মাত্র ১৯৩ রান।
রবিবার সকালে শুরুতেই বিপদে পড়েছিল ইংল্যান্ড। এদিন সকাল থেকেই উইকেটে কিছু না কিছু হচ্ছিল। তার ফায়দা তুলে ৮৭ রানেই আয়োজক দলের ৪ উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। তবে সবাইকে ছাপিয়ে অনন্য অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। গত ইনিংসের শতরানকারী জো রুট এবং বেন স্টোকস মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৬৭ রান। এ সময়টা ভারতীয় সমর্থকদের মনে খুব স্বাভাবিকভাবেই বাসা বেঁধেছিল আশঙ্কা। ২৩০-৪০ রান শেষ ইনিংসে তাড়া করা যে এই উইকেটে খুব সহজ হবে না, সে কথাই যে বারবার বলছিলেন বিশেষজ্ঞরা।
ঠিক তখনই সুন্দরের ভেলকিতে ম্যাচে ফেরে ভারত। সুন্দর একের পর এক তুলে নেন রুট, জেমি স্মিথ এবং ইংরেজ অধিনায়ক স্টোকসে। সব মিলিয়ে ২২ রানের বিনিময়ে তিনি ঝুলিতে পুরেছেন মোট ৪ টি উইকেট। এই সময়ে ওয়াশিংটনের বলে থই-ই পাচ্ছিলেন কোনও ব্যাটার। দেখে মনে পড়ে যাচ্ছিল কবিগুরুর সেই বিখ্যাত লাইন— “শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা…।” শেষপর্যন্ত লন্ডনের বুকে ‘ওয়াশিংটন’ আতঙ্কেই ১৯২ তে থমকে গেল ‘বাজবল’প্রিয় ইংল্যান্ডের গাড়ি। সুন্দর ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরাহ্ এবং মহম্মদ সিরাজ। নীতিশ কুমার রেড্ডি এবং আকাশ দীপের খাতায় একটি করে উইকেট।