শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রাথমিক রিপোর্ট বলছে বেঙ্গালুরুর মল্লেশ্বরমে নিজের বাড়িতেই অচৈতন্য অবস্থায় বর্ষীয়ান অভিনেত্রীকে পাওয়া যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রবীণ অভিনেত্রী ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নাম। প্রায় ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন দক্ষিণের এই তারকা। কন্নড়, তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় কাজ করেছেন তিনি। সরোজা দেবী হচ্ছেন প্রথম কন্নড় অভিনেত্রী যিনি ‘চতুর্ভাষা তারে’ (চারটি ভাষার তারা) উপাধি পেয়েছিলেন। ‘বহুভাষিক তারকা’ হিসেবে পরিচিত, সরোজা দেবী ভারতীয় চলচ্চিত্রে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
১৯৫৩ সালে ‘শ্রী রামা পূজা’ ছবির হাত ধরে অভিনয় জগতে তাঁর পথচলা শুরু হয়। কিন্তু তাঁর খ্যাতি, পরিচিতি আসে ‘মহাকবি কালিদাস’ ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয়ের পরে। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ্যের সর্বপ্রথম রঙিন ছবি ‘অমরাশিল্পী জাকানাচারী’তে অভিনয় করে ইতিহাস তৈরি করেন। স্বাধীনতা সংগ্রামী কিট্টুর রানি চেন্নাম্মার চরিত্রে অভিনয় করে মন জয় করেন তিনি সকলের।
তামিল সিনেমাতেও অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠেন সরোজা দেবী। বিশেষত প্রায় ২৬টি ছবিতে এম. জি. রামাচন্দ্রণের বিপরীতে অভিনয় করার কারণে। এছাড়াও তিনি কিংবদন্তি অভিনেতা শিবাজী গণেশন ও জেমিনি গণেশনের সঙ্গেও কাজ করেছেন। তেলুগু ছবিতেও তাঁর সমান জনপ্রিয়তা। এ নাগেশ্বর রাও, এন টি রামা রাও-এর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। হিন্দিতে দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, শম্মি কাপুর, সুনীল দত্তের সঙ্গে কাজ করেছেন।
