নবান্নয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে নবান্নের চিকিৎসকদের ১৪ তলায় ক্যাবিনেট রুমের কাছে ডেকে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর নবান্নের চিকিৎসকরা জানান, হাইপারটেনশনের ফলে সাময়িকভাবে অসুস্থতা বোধ করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। প্রয়োজনীয় ওষুধ খাইয়ে তার রক্তচাপ স্বাভাবিক করার চেষ্টা করা হয়। আপাতত মৎস্য মন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও রাজ্যের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীর শারীরিক অসুস্থতার সার্বিক চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে উডবার্ন ওয়ার্ডে মন্ত্রীর সার্বিক চিকিৎসা বা চেকআপের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই চিকিৎসকরা জানিয়েছেন।
