দীপিকা পাড়ুকোন বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৮ ঘণ্টার শিফট থাকা প্রয়োজন যা একেবারেই পছন্দ হয়নি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। বলা হচ্ছে যে সেই কারণেই নাকি পরিচালকের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সেই বিষয়ে মন্তব্য করলেন পরিচালক-প্রযোজক রাম গোপাল ভার্মা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট কাজের সময় থাকার বিষয়টা একেবারে পরিচালক ও অভিনেতার মধ্যে থাকা উচিত। তাঁর অভিযোগ মিডিয়াই নাকি এই নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করে বড় করে তুলছেন বিষয়টা।
দীপিকা-সন্দীপ দ্বন্দ্বে রাম গোপাল ভার্মার প্রতিক্রিয়া জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই গোটা বিষয়টা (দীপিকা ও সন্দীপের মধ্যের বিষয়) আমার মতে ভীষণ টেনে বড় করা হয়েছে। কারণ আমি বলতে পারি, আমার ২৩ ঘণ্টা কাজ করতে ইচ্ছে করে, আর অভিনেতা বলতেই পারেন তাঁর মাত্র ১ ঘণ্টা কাজ করার ইচ্ছে। এটা তাঁদের বিষয়। কিন্তু একজন অন্যজনকে জোর করে কী করে কিছু করাতে পারে? এবং তাঁরা একে অপরের সঙ্গে কাজ করবেন কি না সেটাও তাঁরা সিদ্ধান্ত নিতেই পারেন… কিন্তু এই বিষয়টা মিডিয়ায় হঠাৎ করে ফুলে ফেঁপে উঠল।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘সরকার’ পরিচালকের মতে, ‘যখন অভিনেতা-অভিনেত্রীদের ফিক্সড সময় কাজ করার কথা ওঠে, আমার সত্যিই মনে হয় এটা দুটো মানুষের মধ্যে চুক্তি। তাঁদের প্রত্যেকেরই নিজেদের ইচ্ছা ব্যক্ত করার অধিকার আছে এবং অপরজনের তা খারিজ করার স্বাধীনতাও আছে।’
ঘটনা ও বিতর্কের সূত্রপাত চলতি বছরের শুরুর দিকে। শোনা যায় দীপিকা পাড়ুকোন নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ সদ্য মা হওয়া অভিনেত্রীর ৮ ঘণ্টা কাজ করার দাবি মানতে রাজি হননি পরিচালক। এরপর ‘অ্যানিম্যাল’ পরিচালক একটি পোস্টে নাম না করে অভিনেত্রীকে আক্রমণ করে লেখেন, ‘খুন্দক মে বিল্লি’ অর্থাৎ ক্ষুব্ধ বেড়াল। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা। তবে পরবর্তীকালে তিনি ‘সমান মনোভাবাপন্ন মানুষ’দের সঙ্গে কাজ করার সপক্ষে কথা বলেন। আপাতত অভিনেত্রীর হাতে একাধিক কাজ। ‘দ্য ইন্টার্ন’ ছবির হিন্দি রিমেক, ‘কিং’, ‘কল্কি ২৮৯৮ এডি পার্ট ২’ ও ‘এএ২৬Xএ৬’ রয়েছে তাঁর হাতে
