পিএসজিকে হারিয়ে সদ্য ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। অন্যদিকে ফিফা ইতিমধ্যেই বিরাট সাফল্য বলে ঘোষণা করেছে এই প্রতিযোগিতাকে। এ দিকে এরই মধ্যে সামনে এল দুটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী। যেখানে বলা হয়েছে, আগামী ৩২ বছরেও ক্লাব বিশ্বকাপ ট্রফি জিততে পারবে না বার্সেলোনা। আর পিএসসির জিততে এখনও ২৪ বছর দেরি। বলাই বাহুল্য, এই ভবিষ্যদ্বাণী রীতিমত সাড়া ফেলে দিয়েছে ফুটবল দুনিয়ায়। কিন্তু কে করেছে এ রকম ভবিষ্যদ্বাণী?
ক্লাব বিশ্বকাপ এর আগেও হয়েছে। কিন্তু এ বারের মত এত বড় পরিসরে কখনওই হয়নি। ফিফা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এ বার থেকে ক্লাব বিশ্বকাপের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এরই মধ্যে ক্লাব বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী ৩৬ বছরে ক্লাব বিশ্বকাপে কারা কারা চ্যাম্পিয়ন হতে চলেছে, AI তারই ভবিষ্যদ্বাণী করে একটি তালিকা প্রকাশ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার করা এই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ৩২ বছরে ক্লাব বিশ্বকাপ জিততে পারবে না বার্সেলোনা। ভবিষ্যদ্বাণীটি বলছে, আগামী ২০৫৭ সালে ক্লাব বিশ্বকাপ জিতবে স্পেনের এই খ্যাতনামা দলটি। তার আগে তাদের জয়ের কোনও সম্ভাবনা নেই। এর পাশাপাশি পিএসজি সমর্থকদের মনও ভেঙেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে পিএসজি জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ। কিন্তু ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে থেমে যায় সেই বিজয়রথ।
এই পরিস্থিতিতে AI জানাচ্ছে, শুধু এ বার বলে নয়। আগামী ২০ বছরেও ক্লাব বিশ্বকাপ জিততে পারবে না ফরাসি দলটি। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৯ সালে ক্লাব বিশ্বকাপ জিতবে রিয়াল মাদ্রিদ। এরপর ২০৩৩ সালে আল হিলাল। ২০৩৭ সালে বায়ার্ন মিউনিখ। ২০৪১ সালে ফের চেলসি। ২০৪৫ সালে ফ্ল্যামেঙ্গো। ২০৪৯ সালে পিএসজি। ২০৫৩ সালে ক্লাব আমেরিকা। ২০৫৭ সালে বার্সেলোনা এবং সর্বশেষ ২০৬১ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে চলেছে পালমেইরাস। এই ২০৬১ পর্যন্তই ভবিষ্যদ্বাণী করে রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।