বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়, বরং প্রকৃতির এক অনন্য রূপ প্রকাশের সময়। ভারতের বিভিন্ন প্রান্তে বর্ষার ছোঁয়ায় চারপাশের দৃশ্যপট হয়ে ওঠে আরও মোহময়, প্রাণবন্ত আর রঙিন। আর এই সময়টা ফটোগ্রাফি প্রেমীদের জন্য একেবারে সোনায় সোহাগা। তাইতো আজকের এই প্রতিবেদনে রইল এমনই ৭টি অসাধারণ পর্যটন গন্তব্য, যেখানে বর্ষায় ঘুরতে গেলে আপনি ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, এটা নিশ্চিত।
১. মৌসিনরাম ও চেরাপুঞ্জি, মেঘালয়: পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান হিসেবে পরিচিত মৌসিনরাম ও চেরাপুঞ্জি। এখানে বৃষ্টিভেজা পাহাড়, কুয়াশা ঢাকা জঙ্গল আর গাছের শিকড়ের তৈরি সেতুগুলো এক অদ্ভুত আবহ তৈরি করে। বর্ষায় নোহকালিকাই জলপ্রপাত যেন আরও বেশি গর্জন করে পড়ে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
২. ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড: জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ে হিমালয়ের কোলে থাকা এই উপত্যকা রঙিন ফুলে ভরে যায়। ইউনেস্কো ঘোষিত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মেঘময় পরিবেশ আর ফুলের মেলা ক্যামেরাবন্দি করতে ভুলবেন না।
৩. লোনাভালা-খান্ডালা, মহারাষ্ট্র: মুম্বই ও পুনে শহরের কাছেই অবস্থিত এই জনপ্রিয় হিল স্টেশন বর্ষায় যেন এক রূপকথার জগতে পরিণত হয়। ঝরনা, সবুজ উপত্যকা আর ধোঁয়াশা ঢাকা প্রাকৃতিক দৃশ্য সবই ফ্রেমে বন্দি করার মতো।
৪. কুর্গ, কর্নাটক: কফির দেশ নামে খ্যাত এই জায়গায় বর্ষাকালে কুয়াশায় ঢাকা কফি বাগান, নদী আর জলপ্রপাত অসাধারণ ফটোগ্রাফির সুযোগ দেয়। অ্যাবি ফলস আর মান্ডালপাতি ভিউ পয়েন্টে ক্যামেরা নিয়ে একবার যেতেই হবে।
৫. আলেপ্পি, কেরালা: কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার অঞ্চল বর্ষায় এক রূপকথার মত জেগে ওঠে। হাউসবোটে ভেসে বেড়ানো, আর স্থানীয় মানুষের জীবন আর বৃষ্টির ছোঁয়ায় জলে প্রতিচ্ছবি। একেকটা দৃশ্য যেন সিনেমার ফ্রেম।
৬. আগুম্বে, কর্নাটক: এই জায়গাটিকে কর্ণাটকের চেরাপুঞ্জি বলা হয়। গভীর রেন ফরেস্ট, কুয়াশায় ঢাকা সকাল আর যদি ভাগ্য ভাল থাকে, তাহলে কিং কোব্রার মতো দুর্লভ প্রাণীও ক্যামেরায় ধরা পড়তে পারে।
আরও পড়ুন
৭. ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড: হিমালয় ঘেরা এই উপত্যকায় বর্ষাকালে হাজারো বুনো ফুল ফুটে ওঠে। মেঘে ঢাকা পাহাড় আর রঙিন ফুলের মিশেল এক অনন্য ছবির সম্ভার তৈরি করে।
বর্ষাকালের ফটোগ্রাফি টিপস: ভারতের বর্ষা শুধুই প্রকৃতির রূপ নয়, এটি আবেগ, গল্প আর নাটকীয়তা দিয়ে ভরপুর। ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়লেই মিলবে এমন সব মুহূর্ত, যা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। যারা ছবি তুলতে ভালবাসেন, তাদের জন্য এই বর্ষা হয়ে উঠতে পারে জীবনের সেরা ফটোগ্রাফি সিজন। তাহলে আর দেরি কেন? এখনই প্ল্যান করুন এই জায়গাগুলোর মধ্যে যেকোনো একটি জায়গার উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন!
