হিন্দি সিরিয়াল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়। ছোটপর্দায় ফিরতে চলেছে তাঁদের পছন্দের ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’। তুলসীর ভিরানির পথচলা শুরু হবে আরও একবার, স্মৃতি ইরানির হাত ধরে। বেশিরভাগ মূল চরিত্ররাই ফিরবেন ‘রিবুট’-এও, তাঁদের পুরনো ভূমিকায়। আগের মতোই মিহির ভিরানির চরিত্রে দেখা যাবে অমন উপাধ্যায়কে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। তবে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি রিবুট’-এ পুরনো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছে একাধিক নতুন নামও। তাঁদেরই অন্যতম অভিনেত্রী বরখা বিশত।
ধারাবাহিকের দ্বিতীয় ইনস্টলমেন্টে পুরনো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে একাধিক নতুন চরিত্রের আগমন ঘটবে। শোনা যাচ্ছে তেমনই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরখা বিশতকে। জনপ্রিয় বিনোদন সংস্থা টেলিচক্কর ডট কম বলছে বরখার চরিত্রের কারণে ত্রিকোণ প্রেমের সম্ভাবনা দেখা দিতে পারে। মিহির ভিরানির প্রতি রোম্যান্টিক অনুভূতি থাকবে এই চরিত্রের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’র পুরনো সংস্করণের একটি জনপ্রিয় চরিত্র ছিল মন্দিরা, অভিনয় করতেন মন্দিরা বেদী। পরবর্তীকালে মন্দিরা বেদী শো ছেড়ে দেওয়ায়, সেই স্থানে আসেন সুভবী চোক্সি। সেই এই ধাঁচের চরিত্রে এবার দেখা যাবে বরখা বিশতকে। ‘খাদান’ অভিনেত্রী ছাড়াও এই ধারাবাহিকে তনিশা মেহতা, রোহিত সুচন্তিকে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও দেখা যাবে অমন গান্ধী ও ভারতী আচরেকরকে।
বরখা বিশতকে সম্প্রতি দেব-যীশু অভিনীত ‘খাদান’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। ব্লকবাস্টার হিট করে সেই ছবি। ছোটপর্দায় তাঁকে শেষ ‘জাদু তেরি নজ়র – ডায়ন কা মৌসম’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। ২০০০ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’ অল্প সময়ের মধ্যেই দর্শকের ঘরে ঘরে স্থান করে নিয়েছিল। জনপ্রিয়তা এতই ছিল যে, টেলিভিশনে টানা ৭ বছর এই ধারাবাহিক এক নম্বর স্থান দখল করে রাখতে পেরেছিল। ২০০৮ সাল পর্যন্ত টেলিকাস্ট হয় এই ধারাবাহিক। এবার ১৭ বছর পর ফিরছে সেই আইকনিক ধারাবাহিক।