হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো ‘পঞ্চায়েত’ অভিনেতা আসিফ খানকে। ওয়েব সিরিজ়ের বিখ্যাত চরিত্র, ফুলেরা গ্রামের জামাই নিজেই সেই খবর জানালেন। তবে আপাতত তিনি সুস্থ আছেন। এই মুহূর্তে ঝুঁকি মুক্ত তিনি।
সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হতে হয় আসিফ খানকে। আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, বিপদ মুক্ত। অনুরাগীদের জানিয়েছেন যে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। সেই সঙ্গে আবেগঘন একটি নোট লিখেছেন, যেখানে বলছেন যে জীবনকে কখনও ‘টেকেন ফর গ্রান্টেড’ করা উচিত নয়।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন আসিফ। দেখে মনে হয় যে হাসপাতালের ঘরের সিলিংয়ের ছবি। তাঁর অভিজ্ঞতার কথা লেখেন ছবির ওপরে। ‘গত ৩৬ ঘণ্টা ধরে এটা (সিলিং) দেখার পর বুঝতে পারছি। জীবন ক্ষুদ্র, একটা দিনও ‘গ্রান্টেড’ নিয়ে নেবেন না। এক মুহূর্তে সব ওলোটপালট হয়ে যেতে পারে। যেটুকু আছে আর আপনি আজ যা তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ তা মনে রাখুন এবং তাঁদের উদযাপন করুন। জীবন একটা উপহার আর আমরা আশীর্বাদ প্রাপ্ত।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপরের একটি স্টোরিতে নিজের স্বাস্থ্যের খোঁজ দেন তিনি। লেখেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে, আমার কিছু শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এখন আমি সুস্থতার পথে রয়েছি এবং অনেকটা ভালো লাগছে। সমস্ত ভালোবাসা, চিন্তা, শুভ কামনার জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমার কাছে সবকিছু। খুব দ্রুত ফিরছি।’
বিনোদন দুনিয়ার উজ্জ্বল নাম আসিফ খান। শুধু ‘পঞ্চায়েত’ সিরিজেই নয়, তিনি নজর কেড়েছেন ‘মির্জাপুর’, ‘পাতাল লোক’, ‘জামতাড়া – সবকা নম্বর আয়েগা’, ‘হিউম্যান’-এর মতো একাধিক প্রজেক্টে। সম্প্রতি তিনি সঞ্জয় দত্তের সঙ্গে হরর-কমেডি ঘরানার ‘ভূতনি’ ছবিতে অভিনয় করেছেন।