প্রকৃত অর্থেই এ বার ‘গ্লোবাল’ হওয়ার পথে হাঁটতে চলেছে ক্রিকেট। আইসিসি সূত্রে খবর, আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দলের সংখ্যা বাড়াতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। ফুটবলের দেশ ইতালি আগামী বছর ভারতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। অস্ট্রেলিয় অধিনায়ক জো বার্নসের নেতৃত্বে সদ্যই তারা নিজেদের জায়গা পাকা করেছে বিশ্বকাপে। জানা যাচ্ছে, এই ঘটনাতেই নড়েচড়ে বসেছে আইসিসি।
ক্রিকেটের বিশ্বকাপ নিয়ে অভিযোগটা দীর্ঘদিনের। দলের সংখ্যা বরাবরই কম থাকার কারণে একে বিশ্বকাপ হিসেবেই মান্যতা দিতে চান না অনেকে। এমনকি গত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপেও অংশ নিয়েছিল মাত্র ১০ টি দেশ। যদিও ততদিনে খেলাটির প্রসার বাড়াতে ২০ দলকে নিয়ে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বড় ঘোষণা করে দিয়েছিল আইসিসি। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয় সেই বিশ্বকাপ। আর আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটিই আজ পর্যন্ত সবথেকে বেশিদলীয় টুর্নামেন্ট।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে এ বার ইতালির সাফল্য দেখে ২০ দলেও মন ভরছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। তারা মনে করছে, ইতালির এই সাফল্য ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য দেশগুলিকেও ক্রিকেট খেলতে উৎসাহিত করবে। সে সব দেশেও বাড়বে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা। সে কারণেই আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে ২৪ হতে পারে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আইসিসির আসন্ন বার্ষিক সভায় এ বিষয়টি আলোচনা করা হবে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। গত ডিসেম্বরে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই প্রথম বার্ষিক সভা। সূত্রের খবর, এখানেই ঠিক হতে পারে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৪ দলের হবে কি না। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের হবে তা আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। সেই অনুযায়ী যোগ্যতা অর্জন পর্বও আয়োজিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। তাই আপাতত পরবর্তী বিশ্বকাপকেই পাখির চোখ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।