মহারাষ্ট্রে হিন্দি বনাম মারাঠি বিতর্কে ফের এমএনএস কর্মীদের মারধরের শিকার এক দোকানদার। কয়েকদিন ধরে চলতে থাকা এই ভাষা বিতর্কে ফের এক দোকানদারকে হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের বিক্রোলিতে এক মারওয়াড়ি দোকানদারকে বেধড়ক মারধর করছেন মুম্বাই নবনির্মান সেনা অর্থাৎ এমএনএসের কর্মীরা। এমএনএস কর্মীদের অভিযোগ “মারাঠি সম্প্রদায়কে অপমান করে” একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করেছেন ওই দোকানদার। মারধরের পর ওই গোটা পুরো মারাঠি সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। দোকানদার কান ধরে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করেন এমএনএস কর্মীরা। এমনকি ওই ব্যক্তির দোকান থেকে সবাইকে কোনো কিছু না কেনার কোথাও বলতে শোনা যায় কর্মীদের।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এরকম আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় মারাঠি ভাষার অপমান করার দায়ে এমএনএসের অভিযোগের ভিত্তিতে কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য কয়েক ঘন্টার মধ্যেই তাদের জামিন দেওয়া হয়।
এর আগে ঠিক এভাবেই আরেক দোকানদার এবং এক অটোরিকশা চালককেওকে মারাঠি বলতে না চাওয়ায় মারধর করা হয়।
এমএনএস প্রধান রাজ ঠাকরে স্বয়ং ভাষা বিতর্ক উস্কে তার খুড়তুতো ভাই এবং শিবসেনা(ইউবিটি) সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে মারাঠিদের অপমানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় তার কর্মীদের ভিডিও তোলা উচিত নয়।
ভাষা বিতর্কের এই ঘটনাগুলি প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, আমার ভাষা শ্রেষ্ঠ না বলে, যেকোন ভাষাকেই সম্মান দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘আমরা মারাঠিদের সম্মান করি, কিন্তু এর নামে কোনো রকম সহিংসতার ঘটনা বরদাস্ত করা হবে না। যারা এরকম করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতে কোনও ভাষাকেই অসম্মানিত হতে দেওয়া হবে না’।