বড়পর্দায় অ্যাকশন দৃশ্য দেখতে কার না ভালো লাগে! স্টান্ট যত ‘ডেয়ারিং’, প্রেক্ষাগৃহে চিৎকার-সিটি-উচ্ছ্বাস তত বেশি। সিনেমা দেখার পরেও সেই মারপিটের রেশ রয়ে যায় মনে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা, বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা এই দৃশ্য পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেন, সেই স্টান্টম্যানদের কথা কতজনই বা ভাবি, আর কতজনই বা জানি। সম্প্রতি তামিল ছবির সেটে স্টান্টকর্মী এস এম রাজুর মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে সকলকে। সেই আবহেই এবার বড় পদক্ষেপ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। দায়িত্ব নিলেন প্রায় সাড়ে ছ’শ স্টান্টম্যানের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তামিল ফিল্ম ‘ভেট্টুভাম’-এর শ্যুটিং সেটে মৃত্যু হয় স্টান্টকর্মী এস এম রাজুর। যার ফলে ফের দেশজুড়ে প্রশ্নের মুখে দাঁড়ায় স্টান্টম্যানদের নিরাপত্তা। এবার সেই পথে নামলেন অক্ষয়। দেশজুড়ে ৬৫০ জন স্টান্টম্যানের ইন্স্যুরেন্সের দায়িত্ব নিলেন তিনি। তাঁর নতুন ইন্স্যুরেন্স স্কিম স্বাস্থ্য ও দুর্ঘটনার কভারেজ দেওয়া হবে। প্রবীণ স্টান্ট প্রোফেশনাল বিক্রম সিং দাহিয়ার কথায়, ‘অক্ষয় স্যারকে ধন্যবাদ। বলিউডের প্রায় ৬৫০ থেকে ৭০০ স্টান্টম্যান্ট ও অ্যাকশন ক্রু সদস্য এই ইন্স্যুরেন্সের অধীনে কভারেজ পাবেন। এই পলিসিতে ৫ থেকে সাড়ে ৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্টের সাহায্য পাবেন তাঁরা। আঘাত সেটে পান বা বাইরে, এই সুবিধা নিতে পারবেন তাঁরা।’ বিক্রম সিং দাহিয়া ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’, ‘জিগরা’র মতো ছবিতে কাজ করেছেন। আসন্ন ‘ধড়ক ২’-এর দায়িত্বেও তিনি।
আরও পড়ুন
গত ১৩ জুলাই তামিল ছবি ‘ভেট্টুভাম’-এর সেটে স্টান্টের গন্ডগোল হতেই প্রাণহানি হয় স্টান্টকর্মী এস এম রাজুর। পা রঞ্জিতের পরিচালনায় তৈরি হচ্ছিল ছবিটি। ঘটনার সময়ের এক সাংঘাতিক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে দেশজুড়ে। গাড়ির স্টান্ট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে আছাড় খায় এমনভাবে যে ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যান সেটের বাকিরাও। গুরুতর আহত অবস্থায় রাজুকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।