বিশ্বরেকর্ড গড়লেন কানাডার অলিভিয়া স্মিথ। মহিলাদের দলবদলের বাজারে সবচেয়ে দামি ফুটবলার হয়ে গেলেন তিনি। গত মরশুমে অলিভিয়া ছিলেন লিভারপুলে। সেখান থেকে তাঁকে ১০ লক্ষ পাউন্ডে সই করিয়েছে ইংল্যান্ডেরই আরেক ক্লাব আর্সেনাল। যা মহিলাদের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এই প্রথম কোনও মহিলা ফুটবলারের সঙ্গে ১.৩ মিলিয়ন পাউন্ডে চুক্তি করা হল কোনও ক্লাবের তরফে।
২০ বছরের অলিভিয়ার সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে আর্সেনাল। তিনি ভেঙে দিয়েছেন মার্কিন ডিফেন্ডার নাওমি গিরমার রেকর্ড। এই বছরের শুরুতেই মেয়েদের ফুটবলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়েছিলেন গিরমা। তাঁকে ৯ লক্ষ পাউন্ডের বিনিময়ে দলে শামিল করেছিল চেলসি। সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন অলিভিয়া। ১০ লক্ষ পাউন্ড ভারতীয় মুদ্রায় বছরে প্রায় ১১ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি পাবেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
লিভারপুলের জার্সি গায়ে গত মরশুম দুর্দান্ত কাটিয়েছেন অলিভিয়া। ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে ২৫ ম্যাচে ৯ টি গোল করেছিলেন তিনি। এর পরই অলিভিয়াকে পেতে কার্যত ঝাঁপিয়ে পড়ে বড় বড় ক্লাবগুলি। অন্যদিকে লিভারপুলও ছাড়তে চায়নি তাঁকে। তবে শেষ পর্যন্ত সবার সব চেষ্টা ব্যর্থ করে মোটা অঙ্কের বিনিময়ে আর্সেনালে যোগ দিলেন তিনি। জানা গিয়েছে, আর্সেনালে খেলতে মুখিয়ে ছিলেন অলিভিয়া নিজেও।
অবশেষে পূরণ হল সেই স্বাদ। স্বভাবতই উচ্ছ্বসিত অলিভিয়া। আর্সেনালে সই করার পর তিনি জানান, “আর্সেনালে যোগ দিতে পারাটা আমার জন্য অনেক বড় একটি সম্মান। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় খেতাবজয়ী ক্লাব এটি।” এরই সঙ্গে যোগ করেছেন, “এই ক্লাবের জার্সিতে মাঠে নামব, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় বেশ রোমাঞ্চ অনুভব করছি।”
