কিছুদিন আগেই পটনায় প্যারোলে মুক্ত দুষ্কৃতী চন্দন মিশ্রকে হাসপাতালে ঝুকে গুলি করে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে নাম জুড়ে গেল নিউটাউনের। দোষীদের খুঁজে পাওয়া গেল নিউটাউনের শাপুরজির অভিজাত আবাসন থেকে। বিহার পুলিশ ও পশ্চিমবঙ্গের বেঙ্গল এসটিএফ-এর যৌথ অভিযানে নিউটাউনের গ্রেফতার করা হল বিহারের ৫ কুখ্যাত দুষ্কৃতীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার হাসপাতালে গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা ঘটনার পর নিউটাউনের শাপুরজিতে এসে লুকিয়ে পড়েছিল। এখানকার একটি অভিজাত আবাসন চত্বরে ভাড়া করা ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল। যার মাধ্যমে তারা এই ঘর ভাড়া নিয়েছিল, সেই সূত্রের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার সকালে অভিযান চালানো হয়। তখনই ওই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তদন্তকারীদের অনুমান, গুলি-কাণ্ডের মূল চক্রীদের মধ্যে কয়েকজন এর মধ্যে আছে। যদিও ধৃতদের পরিচয় ও ভূমিকা নিয়ে কোনো কিছু জানাতে চায়নি পুলিশ। তাদের বিহার নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, বিহার পুলিশের এডিজি (প্রধান) কুন্দন কৃষ্ণণ এই মামলায় জানিয়েছেন, চন্দন হত্যার পেছনে মাস্টারমাইন্ড শেরু বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলে বন্দি। শেরুর নেটওয়ার্কের ওপর তদন্ত চালাতেই হত্যায় অভিযুক্তদের কলকাতায় আসার তথ্য উঠে আসে। পুরুলিয়ার জেলে শেরুকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ ও পশ্চিমবঙ্গের বেঙ্গল এসটিএফের যৌথ দল। এরপর ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফ বাদশাহ নিউটাউনে লুকিয়ে থাকতে পারে বলে তথ্য উঠে আসে।