হাতে আর মাত্র দুটো দিন! সপ্তাহ ঘুরলেই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। এমনকী দূরের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে নেতাকর্মীরাও কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন। আগামী বছর ২০২৬ এ বিধানসভা নির্বাচন। এটাই শেষ শাসকদলের শহিদ দিবস। ফলে সেই মঞ্চ থেকে কী বার্তা তৃণমূল সুপ্রিমো দেন সেদিকেই নজর থাকবে সবার। তবে এবার শহিদ দিবস হচ্ছে কলকাতা হাইকোর্টে বেঁধে দেওয়া বেশ কয়েকটি নির্দেশকে মাথায় রেখে।
সেখানে বড় ভূমিকা রয়েছে কলকাতা হাইকোর্টের। আদালত স্পষ্ট করে দিয়েছে যে কোনওভাবেই যাতে যানজট না হয় তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। যদিও একুশে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কী সেই পদক্ষেপ? কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় সমস্যায় পড়লে সাহায্যের জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম।
জাজবাত বাংলায় আরও পড়ুন
কন্ট্রোল রুমের তিনটি নম্বর জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। নম্বরগুলি হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০। এছাড়াও টোল ফ্রি নম্বর ১০৭৩ থাকবে বলে জানিয়েছেন মনোজ ভার্মা। অন্যদিকে নিরাপত্তার ক্ষেত্রে ইতিমধ্যে ‘রণকৌশল’ সাজিয়ে ফেলেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনারের কথায়, কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। মিছিল কোন পথে, গাড়ি পার্কিং সহ সমস্ত ব্যবস্থা তৈরি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাস্তায় যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তা মাথায় রাখা হচ্ছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ২১ জুলাই, শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাতটি বড় মিছিল বের হবে। গন্তব্য শহিদ সমাবেশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, মিছিল বের হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে। এছাড়াও শহরে ছোট ছোট জমায়েত হবে। মিছিলগুলি নির্দিষ্ট রুট অনুযায়ী পুলিশ আধিকারিকরা শহিদ মঞ্চে পৌঁছে দেবেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সোমবার সভাস্থলের চারপাশে ১৪ টি জোন তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের আইপিএস আধিকারিকরা দায়িত্বে থাকবেন। মেট্রো স্টেশগুলিতে কজন করে সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়াও শহরজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্নজ অঞ্চলে একাধিক অ্যাম্বুলেন্সকে তৈরি রাখা হবে। বেশ কিছু জায়গা গেট ও টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে দেবে কলকাতা পুলিশ। এছাড়াও তিনটি কুইক রেসপন্স টিমকেও তৈরি রাখা হবে বলে কলকাতা পুলিশের তরফে।