নড়েচড়ে বসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। তারা বদলে দিতে চলেছে পেনাল্টির ১৩৪ বছরের পুরনো নিয়ম! আগামী বছর আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার আগে শোনা যাচ্ছে এমন খবরই। সেই সঙ্গে এও জানা যাচ্ছে, ‘ভার’ (VAR) -এর ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হতে পারে। আর সবকিছু ঠিক থাকলে আগামী বিশ্বকাপ থেকেই এই পরিবর্তন গুলি কার্যকর হতে পারে।
এর মধ্যে পেনাল্টির নিয়ম পরিবর্তনটিকেই অবশ্য বেশি আবশ্যিক বলে মনে করছে ফিফা। সাধারণতঃ কোনও ফুটবলার পেনাল্টি কিক নেওয়ার পর যদি বল গোলকিপার অথবা পারে লেগে ফেরত আসে সেক্ষেত্রে ফুটবলারটির কাছে ফিরতি বলে পুনরায় গোল করার সুযোগ থাকে। গত ২০২০ ইউরো কাপের ম্যাচেই ঘটেছে এমন ঘটনা। ইংরেজ তারকা হ্যারি কেনের পেনাল্টি কিক বাঁচিয়ে দিয়েছিলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল। কিন্তু ফিরতি শটে গোল করেন কেন।
এই নিয়মটি বদলাতে চলেছে ফিফা। কারণ তারা মনে করছে, ফিরতি বলে গোল করার সুযোগটি কার্যত একটি অন্যায্য সুবিধা। যা কখনোই কাম্য নয়। এ ছাড়া পেনাল্টি কিকের সময় পেনাল্টি পাওয়া দলটির অনেক খেলোয়াড়ই বক্সে ঢুকে আসেন। তাতেও ফিরতি গোলের সম্ভাবনা বাড়ে। এই বিষয়টিও বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন নিয়মে। অন্যদিকে পরিবর্তন আসতে পারে ভারের সাহায্য লাল কার্ড দেখানোর নিয়মেও।
সূত্রের খবর, দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখানোর ক্ষেত্রে এ বার থেকে ‘ভার’ অর্থাৎ ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’র সাহায্য নিতে পারবেন রেফারি। কারণ এক্ষেত্রে অনেক সময়ই সমস্যা দেখা দেয়। এ ছাড়া কর্ণারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ‘ভার’ -এর সাহায্য নেওয়ার সুযোগ থাকবে ম্যাচ পরিচালকদের। জানা গিয়েছে ক্লাব বিশ্বকাপের সময়ই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে ফিফা’র তরফে।
