স্বর্ণমন্দিরে লাগাতার বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় আটক এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ফরিদাবাদ থেকে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করেছে অমৃতসর পুলিশ। ধৃত যুবকের নাম শুভম দুবে। পুলিশের দাবি, এই ইমেলগুলির সূত্র ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
অমৃতসর পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানান, পাঞ্জাবের সাইবার পুলিশ ও অন্যান্য সংস্থার সহযোগিতায় তদন্তে আংশিক অগ্রগতি হয়েছে। ধৃত শুভম দুবে একজন বি.টেক ইঞ্জিনিয়ার। তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির ফরেনসিক পরীক্ষা করানো হবে। পুলিশ কমিশনার জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইমেলগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রসঙ্গ, বিশেষ করে তামিলনাড়ুর দল ও বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। এসব বিষয়ে নানা ব্যক্তিকে ট্যাগ করেই পাঠানো হয়েছে ইমেল, যার সঙ্গে শ্রী দরবার সাহেবের নামও যুক্ত ছিল।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তদন্তে আরও জানা গেছে, ইমেলের লেখার ধরন দেখে মনে হচ্ছে, এর উদ্দেশ্য ছিল জনসাধারণ ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। উল্লেখযোগ্যভাবে, ইমেলগুলি শুধু শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি নয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর ও অমৃতসরের সাংসদ গুরজিৎ সিংকেও পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ইমেল নিয়ে দুটি এফআইআর নথিভুক্ত হয়েছে। ১৪ ও ১৫ জুলাই একটি করে এবং ১৬ জুলাই তিনটি মিলিয়ে মোট পাঁচটি ইমেল এসেছিল শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধকেরর দফতরে। এরপর শুক্রবার দুপুরে আরও একটি হুমকি ইমেল এসেছে বলে সূত্রের খবর।
স্বর্ণমন্দিরের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধকের সহায়তায় পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মন্দির চত্বরে বোমা নিষ্ক্রিয়কারী দল, স্পেশাল অপারেশন গ্রুপ, SWAT ও দাঙ্গা দমনকারী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তা দেখভালের জন্য একজন ডিসিপি পদমর্যাদার আধিকারিক নিযুক্ত হয়েছেন। আতঙ্কের কোনোও কারণ নেই বলে জানান অমৃতসর পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার। তদন্ত চলছে।