আরও এক নজির গড়ে ফেললেন ইয়ানিক সিনার। গত রবিবারই কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেই সুবাদেই এ বার ঢুকে পড়লেন এটিপি র্যাঙ্কিংয়ের ১২ হাজার ক্লাবে। অর্থাৎ ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গেল তাঁর। যে কীর্তি রয়েছে মাত্র ৪ জনের।
টেনিসের ইতিহাসে আজ পর্যন্ত শুধুমাত্র রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে ১২ হাজার এটিপি পয়েন্ট অর্জন করতে পেরেছিলেন। পঞ্চম খেলোয়াড় হিসাবে তাঁদের সঙ্গে একই আসনে বসে পড়লেন সিনার। যিনি কি না ডোপিংয়ের জেরে নিষিদ্ধ ছিলেন ৩ মাস। এরপরেও র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ১২ হাজার এটিপি পয়েন্ট সংগ্রহ করে ফেললেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গত বছর ৮ টি এটিপি খেতাব জিতেছিলেন সিনার। এ বছর গড়েছেন প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার নজির। বছরের শুরুতেই তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। এরপর জিততে জিততেও আলকারাজের কাছে হেরে যান ফরাসি ওপেনের ফাইনাল। তবে উইম্বলডনের ঘাসের কোটে সেই ভুল করেননি সিনার। একই প্রতিপক্ষকে হারিয়ে জিতে নেন টেনিস দুনিয়ার অন্যতম কারণ খেতাবটি।
আরও পড়ুন
গত বছর সিনার জিতেছিলেন মোট ৯৯ টি ম্যাচ। সেই থেকে টানা ৫৮ সপ্তাহ এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন তিনি। তাঁর সামনে এ বার সুযোগ সর্বকালের এটিপি পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা অ্যান্ডি মারের ১২৬৮৫ পয়েন্টকে টপকে যাওয়ার। ১৬৯৫০, ১৫৪৯৫ এবং ১৫৩৯০ এটিপি পয়েন্ট নিয়ে প্রথম তিনে রয়েছেন যথাক্রমে জোকোভিচ, ফেডেরার এবং নাদাল।
