ওড়িশার ছায়া এবার আরও এক বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশে। সে রাজ্যের সারদা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কলেজ চত্বরে। গ্রেটার নয়ডা এলাকার ওই বিশ্ববিদ্যালয়ে বিডিএস দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী হোস্টেলে তার নিজের ঘরে আত্মঘাতী হয়েছেন বলে খবর।
গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের এক ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
উদ্ধার হওয়া সুসাইড নোটে ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের এক মহিলা এবং এক পুরুষ শিক্ষকের বিরুদ্ধে মানসিক প্রতারণার অভিযোগ তুলেছে। ছাত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন । শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হোস্টেলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ আরও জানিয়েছে, আত্মঘাতী পড়ুয়ার পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারপরই এই ঘটনায় দু’জন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে পড়ুয়ার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এবং বিতর্ক তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
উল্লেখ্য কয়েকদিন আগেই ওড়িশায় শিক্ষকের হাতে নিগ্রহের শিকার এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। যা নিয়ে দেশজুড়ে বিতর্কের জন্ম নেয়। পরে হাসপাতালে সেই ছাত্রীর মৃত্যু হয়। এরই মধ্যে উত্তরপ্রদেশের এই ঘটনা। একের পর এক এই ঘটনায় কলেজগুলিতে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।