জনপ্রিয় টক শো ‘দ্য কপিল শর্মা শো’য়ের সাম্প্রতিক পর্বের জন্য শ্যুটিং সারছিলেন তারকা দম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর শাশুড়ি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কেমন আছেন এখন রাঘব চাড্ডার মা?
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের সাম্প্রতিক এক পর্বের সেটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। কিন্তু পর্বের শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাঘবের মা। তাঁকে তড়িঘড়ি শ্যুটিং থামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জনপ্রিয় পাপারাৎজি ভিরল ভয়ানির প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর শাশুড়ির অসুস্থতার কারণে মাঝপথেই বাতিল হয়ে যায় শ্যুটিং। প্রোডাকশন টিমের তরফে শ্যুটিংয়ের পরবর্তী তারিখ ঠিক করা হবে দ্রুত, খবর এমনই।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্যদিকে বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন কপিল শর্মা। তবে খুব একটা ভালো খবর নয় সেটি। সম্প্রতি কানাডায় একটি ক্যাফে খোলেন কপিল ও তাঁর স্ত্রী। উদ্বোধনের দিন কয়েকের মধ্যেই তাঁর নতুন ‘ক্যাপস ক্যাফে’র বাইরে গুলি চলে। ঘটনার আকস্মিকতায় শোনা যায় তাঁর জনপ্রিয় কমেডি শোয়ের শ্যুটিং বাতিল করবেন অভিনেতা। তবে তা হয়নি। খবর বলছে, নিজের কাজের প্রতি দায়বদ্ধতা অটুট কপিলের। শিডিউল মেনেই শ্যুটিং সারছেন তিনি।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
১৯ জুলাই তিনি দুবাই পৌঁছেছেন আগামী ছবি ‘কিস কিস কো পেয়ার করু ২’-এর শ্যুটিংয়ে। নিজেই সেই ছবি শেয়ার করেছেন। গুলিবর্ষণের ঘটনায় গত শুক্রবার ক্যাফের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘সুস্বাদু কফি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে উষ্ণতা, সম্প্রদায় এবং আনন্দ বয়ে আনার আশা নিয়ে আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম। সেই স্বপ্নের পথে হিংসার প্রবেশ অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই ধাক্কা সামলে উঠছি কিন্তু হাল ছাড়ছি না।’
আরও পড়ুন
অন্যদিকে, পরিণীতি চোপড়া তৈরি হচ্ছেন তাঁর পরবর্তী কাজ নিয়ে। নেটফ্লিক্সের মিস্ট্রি থ্রিলারের হাত ধরে ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন তিনি। যদিও নিজের আগামী প্রজেক্ট প্রসঙ্গে একেবারে মুখে কুলুপ এঁটেছেন পরি। তবে শ্যুটিং সেটের নানা মুহূর্ত প্রায়ই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
