কয়েক মুহূর্তে শেষ ৩৬৮ কোটি টাকা। অবশ্য টাকা অর্থে আমরা যা বুঝি ঠিক তা নয়। তবে আর্থিক ক্ষতির পরিমান ৩৬৮ কোটিই। হ্যাকার হানার মুখে পড়ে ৩৬৮ কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের অন্যতম ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স-এর। হানা চালিয়ে ৩৬৮ কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে হ্যাকাররা। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কিন্তু গ্রাহকদের মধ্যে আতংক না ছড়িয়ে পড়ে তাই গোটা একদিন বিষয়টি গোপন রাখে সংস্থাটি। পরে এই সাইবার হামলার বিষয়টি স্বীকার করে নেয় তারা। আর এরপর বিনিয়োগকারীদের মধ্যে তাঁদের এই সম্পদ বিক্রির হুড়োহুড়ি পড়ে যায়।
কয়েন-ডিসিএক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করে এটি বড়সড় সাইবার হামলা চালানো হয়েছে। মুম্বই ভিত্তিক এই ক্রিপটো প্ল্যাটফর্মটি আরও বলেছে, ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তাঁদের ব্যক্তিগত তহবিল সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে। যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটি শুধু পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি পরিচালনার কাজে ব্যবহৃত হতো এবং এই অ্যাকাউন্টে কোন গ্রাহকের সম্পদ সংরক্ষিত ছিল না। ফলে কোন গ্রাহক টাকা হারাবেন না বলেই আস্বস্ত করেছে কোম্পানি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এ বিষয়ে কয়েন-ডিসিএক্সের সহ প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত বলেন, সুমিত গুপ্ত বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, দোয়া করে আতঙ্কিত হয়ে আপনার সম্পদ বিক্রি করবেন না। এতে আপনাকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। বাজারকে স্থির হতে দিন, ধৈর্য ধরুন।’ তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট ওই অ্যাকাউন্টটি একটি জটিল সার্ভার লঙ্ঘনের কারণে আক্রান্ত হয়। সংস্থার কোষাগারে যথেষ্ট তহবিল রয়েছে, যা এই ক্ষতি সামলাতে সক্ষম এবং গ্রাহকদের কোন আর্থিক ক্ষতি হবে না। এটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয়। এটি বিশ্বব্যাপী ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর মুখোমুখি হওয়া ক্রমবর্ধমান হুমকির কথা মনে করিয়ে দেয়।’
