ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’, এবার ‘রিবুট’ করে। এই মাসেই শুরু হবে ধারাবাহিকের টেলিকাস্ট। অবশ্যই মুখ্য চরিত্রে দেখা যাবে স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে। তবে সেই সঙ্গে কাস্টে যোগ দিলেন ৬ নতুন মুখ। ‘টাইমস নাও’ সূত্রের খবর এমনই। তাঁরা কারা?
‘কিউঁ কি সাস ভি কভি বহু থি ২’-এর কাস্টে যোগ দিচ্ছেন রোহিত সুচন্তি। সূত্রের খবর, তাঁকে তুলসি ও মিহিরের ছেলে অঙ্গদ ভিরানির চরিত্রে দেখা যাবে। এর আগে একতা কাপুরের ‘ভাগ্য লক্ষ্মী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে ঋষি ওবেরয়ের চরিত্রে খ্যাতি লাভ করেছিলেন তিনি। কাস্টে যোগ দিতে পারেন শাগুন শর্মা। তুলসি ও মিহিরের মেয়ে পরী ভিরানির চরিত্রে তাঁকে দেখা যাবে বলে খবর। ‘ইশক পর জ়োর নহি’, ‘সসুরাল গেন্দা ফুল ২’, ‘হরফৌল মোহিনী’ ও ‘ইয়ে হ্যায় চাহতেঁ’র মতো ধারাবাহিকে কাজ করে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ‘ভাগ্য লক্ষ্মী’ ধারাবাহিক খ্যাত অপর অভিনেতা অমন গান্ধীকেও এই ধারাবাহিকে তুলসি ও মিহিরের অপর ছেলে হৃত্বিক ভিরানির চরিত্রে দেখা যাবে বলে খবর।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শোনা যাচ্ছে কাস্টে যোগ দিয়েছেন তানিশা মেহতা। বৃন্দা পটেলের চরিত্রে দেখা যাবে তাঁকে যিনি মূলত রোহিত সুচন্তির চরিত্র অঙ্গদের প্রেমিকা। অঙ্কিত ভাটিয়াও এই ধারাবাহিকে নাম লিখিয়েছেন বলে গুঞ্জন। বরদান পটেলের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে, খবর এমনই। কাস্টে যোগ দিয়েছেন প্রাচী সিংও, শোনা যাচ্ছে তেমনই। এর আগে তাঁকে ‘পেয়ার কি রাহেঁ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি ২’-তে তিনি আনন্দী পটেলের চরিত্রে প্রবেশ করবেন। এর আগে শোনা গিয়েছিল এই ধারাবাহিকে দেখা যেতে পারে অভিনেত্রী বরখা বিশতকেও।
আগামী ২৯ জুলাই, অর্থাৎ আর ঠিক এক সপ্তাহ পরেই স্টার প্লাস চ্যানেলে ঠিক রাত সাড়ে ১০টা থেকে শুরু হবে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি ২’। সেই সঙ্গে অনলাইনে জিও হটস্টারে স্ট্রিমিং হবে এই ধারাবাহিকের। একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের প্রযোজনায় এই ধারাবাহিক আসছে বালাজি টেলিফিল্মসের ব্যানারে।
