চোট-আঘাতজনিত কারণে প্রায় প্রতিটি সিরিজেই ভুগতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। চলতি ইংল্যান্ড সফরে চোটের কবলে পড়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডিরা। অন্যদিকে চোট-আঘাতের কথা মাথায় রেখেই জশপ্রীত বুমরাহ্’র ওয়ার্কলোড কমাতে চাইছে বোর্ড। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা কেন বারবার চোট পাচ্ছেন সেই কারণ ব্যখ্যা করলেন দেশের সবথেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। একইসঙ্গে এই সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন ক্যাপ্টেন কুল।
সম্প্রতি রাঁচিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ধোনি। সেখানেই চোট-আঘাত সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে ধোনি তুলে ধরেন, বর্তমান দিনে তরুণ প্রজন্মের ফিটনেস কমে যাওয়ায় বিষয়টি। তাঁর মতে, এখনকার দিনে তরুণ প্রজন্ম পরিশ্রম করতে ভুলে গিয়েছে। আর তাতেই ফিটনেস সংক্রান্ত সমস্যাটি দেখা দিয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বয়স ৪৪ পেরিয়েছে। তবু আজও ফিটনেসে তরুণদের লজ্জা দেন ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক। মাত্র কয়েক বছর আগেও যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন, তখন ক্যাপ্টেন কুলের সঙ্গে দৌড়ে পারতেন না হার্দিক পান্ডিয়ার মত তরুণ তুর্কিরা। অথচ এখন সেই ফিটনেসই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ধোনি। বলেন, “এখনকার দিনে শারীরিক পরিশ্রম কম হচ্ছে। তাই ফিটনেস কমে যাচ্ছে তরুণ প্রজন্মের। এখন আর কেউ খেলাধুলা করতে চায় না। তাই গোটা ভারতেই তরুণদের ফিটনেস কমছে।”
এক কথায়, ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত থেকে বাঁচার একটাই উপায় বাতলাচ্ছেন থালা। তা হল, পরিশ্রম করা। এ প্রসঙ্গে এমনকি নিজের মেয়ে জিভাকেও টেনেছেন তিনি। তাঁর কথায়, “আমার মেয়েও কোনও শারীরিক পরিশ্রম করে না। কোনও খেলাধুলা করে না ও। তাই আমাদেরকে সব সময় ভাবতে হয় কীভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা যায়। একটা কথা সবাইকেই বুঝতে হবে যে, দৌড়ঝাঁপ কিংবা পরিশ্রম না করলে শরীর ফিট রাখা যায় না।”