রাশিয়া থেকে তেল ক্রয়কারীদের একেবারে ধ্বংস করে দেওয়ার হুমকি আমেরিকার। ভারত সহ যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনছে তাঁদের প্রচ্ছদ হুমকি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের। বললেন ‘ধ্বংস করে দেওয়া হবে ভারতকে। রুশ প্রীতির মূল্য গুনতে হবে ভারতকে।’ মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারত সহ যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনছেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে গ্রাহাম জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই এই সমস্ত দেশের ওপর বিরাট অঙ্কের শুল্ক চাপাতে চলেছেন।
গ্রাহাম কড়া সুরে সরাসরি ভারত, চিন ও ব্রাজিলের নাম নিয়ে বলেন, এই সমস্ত দেশের কাছে দুটোই পথ খোলা আছে আমেরিকার অর্থনীতিকে বেছে নেবে অথবা পুতিনকে সাহায্য করে যাবে।’ আবার নিজেই দেশগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে বলেন, ‘আমার মনে হয় ওরা মার্কিন অর্থনীতিকেই বেছে নেবে।’ তাঁর কথায়, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল কিনে পুতিনকে লাগাতার অর্থের যোগান দেওয়ার শাস্তি স্বরূপ এদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। তোমরা যেটা করছ সেটাকে ব্লাড মানি বলে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও ভারত যে আমেরিকার হুমকিতে মাথা নত করবে না তা পরিষ্কার হয়ে গেছে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের উত্তরে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘এই বিষয়ে একাধিক রিপোর্ট আমাদের নজরে এসেছে। আগামী দিনে পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে । তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, দেশের স্বার্থ ও দেশবাসীর জন্য শক্তির জোগানের ব্যবস্থা সুরক্ষিত করাটা অবশ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সতর্ক করে দিতে চাই, এই ইস্যুতে কারুর কোনওরকম দ্বিচারিতা সহ্য করা হবে না।’
আরও পড়ুন
উল্লেখ্য, এই প্রথম নয় যখন ভারতকে রাশিয়া প্রসঙ্গে আমেরিকার হুমকি শুনতে হয়েছে। সম্প্রতি একইরকম হুমকি দিয়েছিলেন ন্যাটো প্রধান মার্ক রুট। তিন দেশের নাম করে রুট বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে। আপনারা জানেন মস্কোর ওই ব্যক্তি (ভ্লাদিমির পুতিন) কোনও রকম শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেন না।’