বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সোমবারই শহিদ দিবসের মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাঙালি আবেগকে কাজে লাগিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। মানুষের মন পেতে ভোটের আগে নতুন প্রকল্পের ঘোষণা। তার নাম – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মুখ্যমন্ত্রীর দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম। মানুষ এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন।
আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক ইস্যুতে কথা বলেন। একই সঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ছোট ছোট পাড়ায় অনেক সমস্যা আছে। উদাহরণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেন, ছোট পাড়ায় একটা কলের দরকার কিংবা গ্রামীণ রাস্তার প্রয়োজন, আর এই কাজগুলির সমাধান করতেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ বলে ঘোষণা প্রশাসনিক প্রধান।
কীভাবে কাজ করবে এই প্রকল্প?
মমতা বলেন, মানুষের কাজে এবার সরকার রাস্তায় নামছে। এমন উদ্যোগ সারা দেশে এই প্রথম। কিন্তু কীভাবে কাজ করবে এই প্রকল্প? মমতা জানান, তিনটি বুথ হিসাবে পাড়া হবে। একটি নির্দিষ্ট জায়গায় তা তৈরি করা হবে। যেখানে আধিকারিকরা থাকবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সেখানে গ্রামের সমস্যা জানানো যাবে। এমনকী সেখানে সরকারি আধিকারিকরা আলোচনা করে সমাধান কীভাবে তা চূড়ান্ত করবেন। শুধু প্রকল্প ঘোষণা নয়, স্বচ্ছতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক প্রধানের ঘোষণা অনুযায়ী, অনলাইন পোর্টালে সমস্ত তথ্য থাকবে। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ৮০ হাজার বুথ আছে। ১০ লাখ টাকা করে একটি বুথের জন্য দেওয়া হবে। সব মিলিয়ে নয়া এই প্রকল্পের জন্য মোট ৮ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্প আগামী ২ অগাস্ট থেকে শুরু হবে। এজন্য রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন করা হবে। যার নেতৃত্বে মুখ্যসচিব থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাস্তরে এই টাস্কফোর্স মুখ্যসচিব ঠিক করবেন বলেও এদিন জানান তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বলে রাখা প্রয়োজন, ভোটের আগে দুয়ারে সরকার, দিদিকে বলো’র মতো একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবারও বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নয়া প্রকল্পের ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নতুন প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারের মতো একাধিক প্রকল্প চলবে। মমতার কথা অনুযায়ী, এবার সরকার মানুষের কাছে পৌঁছে যাবে। তাঁর কথায়, আজ মঙ্গলবার থেকেই পরিকল্পনা করতে হবে। অন্যদিকে এদিন ফের একবার বকেয়া টাকা এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
