মোহিত সূরি পরিচালিত ‘সইয়ারা’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। আয়ের নিরিখে ভাঙছে একের পর এক রেকর্ড। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও এক পালক। নবাগত অহন পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত এই ছবির গান নিয়ে চর্চা হচ্ছে প্রথম থেকেই। এবার রেকর্ড গড়ল এই ছবির টাইটেল ট্র্যাক। ‘সইয়ারা’ গানটি স্থান করে নিল স্পটিফাইয়ের ‘টপ ৫০ গ্লোবাল’ চার্টের প্রথম দশের মধ্যে। পিছনে ফেলল বিলি আইলিশ ও লেডি গাগার মতো আন্তর্জাতিক তারকাদের।
‘সইয়ারা’ ছবির প্রতিটা গানই বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। তনিষ্ক, ফারহিম ও আর্সলানের গাওয়া ছবির টাইটেল ট্র্যাক, জুবিন নটিয়াল ও শিল্পা রাওয়ের গাওয়া ‘বরবাদ’ (রিপ্রাইজ়), বিশাল মিশ্রর গাওয়া ‘তুম তো হো’, সাচেত-পরম্পরার ‘হমসফর’ ও অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গাওয়া ‘সইয়ারা’ (রিপ্রাইজ়) এখন ভারতের মিউজ়িক্যাল চার্টে ট্রেন্ডিং। মঙ্গলবার সন্ধ্যায়, ‘সইয়ারা’র ৬টি গানই স্পটিফাই ইন্ডিয়ার সেরা ১০-এ স্থান করে নেয়।
এবার ‘স্টপিফাই গ্লোবাল টপ ৫০’ চার্টে পৌঁছে গিয়েছে ‘সইয়ারা’ টাইটেল ট্র্যাক। নির্মাতাদের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই প্রথম কোনও বলিউড গান সেরা ১০-এ পৌঁছতে পারল। এর আগেও ভারতীয় গান এই তালিকায় পৌঁছেছে কিন্তু বলিউড সিনেমার গান হিসেবে ‘সইয়ারা’ প্রথম। এই তালিকায় রয়েছে টেইলর স্যুইফ্ট, জাস্টিন বিবার, ব্ল্যাকপিঙ্কের মতো আন্তর্জাতিক তারকাদের গান। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ‘সইয়ারা’ এই তালিকায় পিছনে ফেলেছে বিলি আইলিশ, লেডি গাগা, ব্রুনো মার্স, সাব্রিনা কার্পেন্টারের মতো তারকাদের। উল্লেখ্য, এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। স্টারকিড ডেবিউ অহন পাণ্ডেকে বেশ পছন্দ করছেন দর্শক। প্রশংসিত হচ্ছেন অনীত পড্ডাও।