সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই নিয়েই তোলপাড় চারিদিক, তারই মাঝে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। অভিনেত্রীর দাবি, মুম্বইয়ে তাঁর প্রাণ সংশয় আছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তুলনা টেনে অভিনেত্রী বলেন তাঁকেও মেরে ফেলার চেষ্টা হয়েছে। ঠিক কী ঘটেছে?
সম্প্রতি নিউজ়১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত অভিযোগ করেন যে বলিউডের অন্দরের এক শক্তিশালী দল তাঁর বিরুদ্ধে কাজ করছে। অভিনেত্রীর কথায়, ‘বলিউড মাফিয়া গ্যাং বিশাল বড়, এবং সুশান্তের মতোই আমারও জীবন সঙ্কটে আছে। সুশান্ত সিং রাজপুতের মতো আমাকেও খুনের চেষ্টা করা হয়েছে।’ প্রসঙ্গত, ২০২০ সালে মুম্বইয়ে নিজের বাড়ি থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। এমন অসময়ের, আকস্মিক মৃত্যুর ঘটনা প্রবল তর্ক বিতর্কের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সমালোচনার ঝড়, সকলেই দাবি করেন তাঁকে আত্মহত্যার দিকে ‘ঠেলে দেওয়া হয়েছিল’। যদিও পরবর্তীতে কোনও ষড়যন্ত্র প্রমাণিত হয়নি তাঁর মৃত্যুতে।
গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে লাইভে এসে একটি ভিডিয়ো শেয়ার করেন তনুশ্রী। অঝোরে কাঁদতে কাঁদতে ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। আমাকে আমারই বাড়িতে উত্যক্ত করা হচ্ছে। আমি পুলিশে ফোন করেছি এবং ওঁরা আমাকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে বলেছেন। হয়তো আগামীকাল গিয়ে সেটা করব। আমি ভাল নেই। গত ৪-৫ বছর ধরে আমাকে এত বিরক্ত করা হয়েছে যে, আমার শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি কিছু করতে পারছি না, আমার বাড়িটা ওলটপালট হয়ে রয়েছে।’ ভিডিয়োয় তাঁর কাতর আর্তি, ‘নিজের বাড়িতেই আমাকে উত্যক্ত করা হচ্ছে, দয়া করে এসে আমার সাহায্য করুন।’
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এই হেনস্থায় বিরক্ত ও ক্লান্ত! ২০১৮ সালের মিটু থেকে চলছে এটা। আজ বিরক্ত হয়ে পুলিশকে ফোন করেছি… দয়া করে সাহায্য করুন! খুব দেরি হয়ে যাওয়ার আগে কিছু করুন।’ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরও শিকার অভিনেত্রী। তাঁদেরও অবশ্য কড়া জবাব দিতে ছাড়েননি তনুশ্রী।
