ফের দেখা গেল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সব থেকে সরু সাপের। এই প্রজাতির সাপকে বিজ্ঞানীরা বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিলেন। ২০ বছর পর ফের দেখা পাওয়া গেল বিলুপ্ত বারবোডাস থ্রেডস্নেকের। সরু সুতোর মতো দেখতে এই সাপকে দেখলে মনে হবে কোনও কৃমি।
দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে, বারবোডাসে একমাত্র এই সাপগুলি পাওয়া যেত। বারবোডাস থ্রেডস্নেককে শেষবার ২০ বছর আগে দেখা গিয়েছিল। তারপর বারবোডাসের পরিবেশ মন্ত্রক এবং সংরক্ষণ সংগঠন রি:ওয়াইল্ড মার্চে একটি ইকো সমীক্ষা করার সময় এক বিশাল পাথরের নীচে এই সাপটিকে ফের দেখতে পায়।
জানা গেছে, বারবোডাস থ্রেডস্নেক পূর্ণ বয়স্ক হলেও লম্বায় ১০ সেমি থেকে বেশি বাড়ে না। সরু সুতোর মত দেখতে এই সাপটিকে পৃথিবীর ৪,৮০০ বিলুপ্তপ্রাপ্ত গাছ, পশুর তালিকায় রাখা হয়েছিল।
