খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে জন্ম নেওয়া মহামানব, কূটনীতিবিদ আচার্য চাণক্য তাঁর ‘চাণক্য নীতি’তে এমন কিছু সতর্কবার্তা রেখে গেছেন, যা আজকের সমাজেও হুবহু প্রযোজ্য। তাঁর নীতিশাস্ত্রে উল্লেখিত প্রতিটি নীতি মেনে যদি কেউ জীবন ধারণ করেন, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে সঠিক পথে থাকবেন। বিষাক্ত বা টক্সিক মানুষ কীভাবে চেনা যায়, সে কথাও বলেছেন তিনি। চাণক্য বলেছেন, সবচেয়ে বিপজ্জনক শত্রু হল সেই মানুষ, যাকে বাইরে থেকে নিরীহ মনে হয়, কিন্তু যার ভেতরটা বিষে ভরা!
চাণক্য বলেন, বিপদের সম্মুখীন হলে তবেই সাপ দংশন করে। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা অকারণেই অন্যজনের ক্ষতি করতে ভালোবাসেন। এঁদের থেকে সাবধান হওয়া জরুরি। কারণ এরা শুধু আপনার সময় নষ্ট করে না, পুরো জীবনকেই দুর্বিষহ করে তোলে।
চাণক্যের মতে এই পাঁচ ধরনের মানুষকে এড়িয়ে চলাই ভালো:
১. কুটিল মনের মানুষ: এঁরা অন্যের ক্ষতিতে আনন্দ পান। মিথ্যে বলে, প্রতারণা করেন এবং বিশ্বাস ভেঙে দেন। এঁদের সঙ্গে থাকতে গেলে একদিন না একদিন আপনিও জ্বলে পুড়ে যাবেন।
২. লোভী স্বার্থপর: লোভে অন্ধ এই মানুষগুলো অর্থের জন্য সব কিছু জলাঞ্জলি দিতে পারেন। নীতি, সম্পর্ক, এমনকী নিজের আত্মমর্যাদাও ভুলে যেতে পারেন। এঁরা আপনাকে ব্যবহার করবেন, আর প্রয়োজনে ফেলে দেবেন।
৩. বোকা শিষ্য বা অজ্ঞ লোক: চাণক্য বলেন, জ্ঞান দেওয়া যায় তাঁকেই, যিনি জ্ঞান গ্রহণ করতে চান। যাঁর শেখার ইচ্ছা নেই, তাঁকে শিক্ষা দেওয়া শুধু সময়ের অপচয় নয়, তিনি উল্টে ক্ষতি করতে পারেন।
৪. অন্যায়কারী ও একগুঁয়ে: এঁরা এতটাই অহংকারী বা রাগী হন যে, যুক্তি তাঁদের কাছে কিছুই নয়। আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, তাঁরা কিছু শুনবেন না। এসব মানুষ সর্বদা অশান্তি নিয়ে আসেন।
৫. চিরকালীন নেতিবাচক মানুষ: নেতিবাচক মানসিকতা একটা ভাইরাসের মতো। যাঁরা সবকিছুতে খারাপ দিক খোঁজেন, সবসময় অভিযোগ করেন বা অন্যকে ছোট করতে চান, তাঁরা এক সময় আশপাশের মানুষের মনোবল ভেঙে দেযন।
চাণক্যের উপদেশ আজও প্রাসঙ্গিক। আধুনিক সমাজে যেখানে সবাই মুখে হাসেন, কিন্তু মনে কী আছে বোঝা যায় না, সেখানে চাণক্যের এই সতর্কবাণী এক অদৃশ্য ঢাল হয়ে উঠতে পারে। কারণ আপনার আশপাশে আপনার কাছাকাছি থাকা সব মানুষ আপনার বন্ধু নয়। কিছু শত্রু বন্ধুর মুখোশ পরে আসেন। তাঁদের হয়তো আপনি চিনতেও পারছেন না।
তাই বুদ্ধিমান হোন, সুস্থ সম্পর্ক তৈরি করুন, যাঁরা আপনাকে ভালোবাসেন, উৎসাহ দেন, তাঁদের পাশে থাকুন। আর যাঁরা মুখে মিষ্টি কথা বলেন, কিন্তু মনে বিষ রাখেন, তাঁদের থেকে দূরে থাকুন।
