আগামী ৩০ জুলাই দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তনে যোগ দিতে আসছেন তিনি। ওইদিনই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন কল্যাণী। সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে হাজির থাকবেন দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসে এই প্রথমবার আসছেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠান শেষে কলকাতা ফিরবেন তিনি। বিকেলেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে ভবতারিণী মায়ের আরতিও করতে পারেন রাষ্ট্রপতি। পরের দিন, অর্থাৎ ৩১ জুলাই, রাজভবনে বিশিষ্টজন দের সঙ্গে দেখা করার কথাও রয়েছে তাঁর। ৩১ জুলাই দুপুরেই কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আর রাষ্ট্রপতি সফরকে ঘিরে এখন সাজু সাজু রব কল্যাণী এইমস এবং দক্ষিণেশ্বর মন্দিরে। রাষ্ট্রপতি আসছেন এ খবর প্রশাসনিকভাবে চাউর হতেই শুরু হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা খতিয়ে দেখার ব্যবস্থাও। রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দারা ইতিমধ্যেই নিরাপত্তা জনিত ব্যবস্থাগুলি খতিয়ে দেখতে তৎপর হয়েছেন। এইমস সহ কল্যাণী সংলগ্ন এলাকা এবং দক্ষিণেশ্বর মন্দির চত্বরে বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তাও।