শনিবারই ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ দিকে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হতেই জমাট বেঁধেছে বিতর্কের মেঘ। কারণ, বিগত কয়েক বছরের ধারা মেনে একই গ্রুপে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। শুধু তাই নয়, আসন্ন প্রতিযোগিতাটিতে মোট ৩ বার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। ফলে শুরুর আগেই পরিস্থিতি চূড়ান্ত উত্তপ্ত।
পহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধের ডাক দিয়েছিলেন খোদ ভারতীয় কোচ গৌতম গম্ভীর। অন্যদিকে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, তাদের তরফে আইসিসি এবং এসিসিকে আবেদন জানানো হয়েছে। যাতে অদূর ভবিষ্যতে কোনও প্রতিযোগিতায় একই গ্রুপে রাখা না হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। অথচ এরপরেও আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। প্রাথমিক গ্রুপ পর্বে আগামী ১৪ সেপ্টেম্বর হতে পারে দুই দলের মহারণ। এরপর সুপার ফোরেও আগামী ২১ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে তারা। এমনটাই জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে নামতে না চাওয়ায় ভেস্তে যায় খেলাটি। তা নিয়ে কম জলঘোলা হয়নি। কাজেই এশিয়া কাপ নিয়েও দেখা দিচ্ছে প্রশ্ন। এমনকী ভারতের প্রাক্তন ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ ইতিমধ্যেই একটি সাক্ষাৎকারে বোর্ডকে অনুরোধ জানিয়েছেন, যাতে এই ম্যাচ বাতিল করা হয়। তাঁর কথায়, “আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু দেশভক্তি সবার আগে। আমার ব্যক্তিগত মত হল, পাকিস্তানকে খেলতে দেওয়াই উচিত নয়। আমাদেরও পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। ভারতের নতুন করে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই।”
মহসিন নকভি শনিবার এশিয়া কাপের প্রাথমিক সূচি ঘোষণা করতেই বিতর্কের ফুলকি যে দেখা গিয়েছিল, বলা বাহুল্য, শ্রীসন্থের মন্তব্য তাতে ঘি হয়ে পড়েছে। তাতে এক ধাক্কায় বিতর্কের আঁচটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের দিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআইয়ের তরফে শেষ পর্যন্ত এই ম্যাচ বাতিল করার দাবি জানানো হয় কি না, এখন সেটাই দেখার। যদিও প্রশ্ন থাকবে সেক্ষেত্রেও। প্রাথমিক গ্রুপ পর্ব কিংবা সুপার ফোর ছাড়াও ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল। তখনও কি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করবে টিম ইন্ডিয়া? প্রশ্ন থাকছেই।