গত ১২ জুন পোলো খেলতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তিনি। তাঁর মৃত্যুর প্রায় মাস খানেক পর সঞ্জয়ের মা রানি কাপুর করলেন বিস্ফোরক এক অভিযোগ। ‘সোনা কমস্টার’ ও ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’কে লেখা চিঠিতে ‘রহস্যজনক পরিবেশ’-এর ব্যাখ্যা চেয়ে রানি কাপুরের দাবি, ‘চোখে যা দেখা যাচ্ছে তার বাইরেও কিছু আছে’। ‘সোনা কমস্টার’ সংস্থার কর্ণধার ছিলেন সঞ্জয়।
আন্তর্জাতিক স্তরে খ্যাতি সম্পন্ন ‘সোনা কমস্টার’-এর চেয়ারম্যান থাকাকালীনই মৃত্যু হয় সঞ্জয়ের। ভারত, চীন, মেক্সিকো, সার্বিয়া ও মার্কিন মুলুকে বিস্তৃত তাঁর ব্যবসা। ৫৩ বছর বয়সে পোলো খেলতে গিয়ে মৌমাছির কামড় থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সঞ্জয়ের, এমনই দাবি রিপোর্টে। একাধিক প্রতিবেদন সূত্রে খবর, পৃথিবীর ২৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন তিনি যাঁর ৪০ হাজার কোটি টাকার সংস্থা। ‘সোনা কমস্টার’ তৈরি করেছিলেন তাঁর বাবা, সুরিন্দর কাপুর, ১৯৯৭ সালে।
সঞ্জয়ের মা রানি, সংস্থার বার্ষিক সাধারণ সভা স্থগিত রাখার আবেদন জানিয়ে অভিযোগ করেছেন, ‘আপনারা অবগত, ১২.০৬.২০২৫ তারিখে আমার পুত্র সঞ্জয় কাপুর যুক্তরাজ্যে অত্যন্ত সন্দেহজনক ও অস্পষ্ট পরিস্থিতিতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। সবরকম চেষ্টা সত্ত্বেও, আমি এখনও আমার ছেলের মৃত্যুর সঠিক কারণ বা ব্যাখ্যা জানতে পারিনি। আমি যথাযথ তথ্য ও নথিপত্র পাওয়ার অনুরোধ জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র গণমাধ্যমে প্রচারিত তথ্য ছাড়া আর কিছুই জানতে পারিনি। পরিবার শোকাহত অবস্থায় আছে, আর সেই সময়েই কিছু ব্যক্তি পারিবারিক উত্তরাধিকার দখলের চেষ্টা করছেন।’এই বিবৃতির মাধ্যমে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা মুলতুবি রাখার আহ্বান জানান এবং মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।
রানির আরও অভিযোগ যে, তাঁকে এমন কিছু নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যেগুলো তিনি পড়ে বুঝতেই পারেননি। তিনি বলেন, ‘আমার শোকের সেই সময়ে আমাকে বারবার ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করানো হয়েছে, কোনও ব্যাখ্যা না দিয়ে বা পড়ে দেখার মতো সময় না দিয়েই। আমি চরম মানসিক চাপে থাকলেও, বন্ধ দরজার আড়ালে আমাকে এসব নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। আমি বহুবার অনুরোধ করলেও, এখনও পর্যন্ত ওই নথিপত্রের বিষয়বস্তু আমাকে জানানো হয়নি।’ এই ঘটনার প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং অভিযোগ জানান যে, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে। তারকা শিল্পপতির অকাল মৃত্যুর পর তাঁর মায়ের এমন অভিযোগ স্বভাবতই তুলছে একাধিক প্রশ্ন। নেহাতই আকস্মিক ঘটনা নাকি সঞ্জয় কাপুরের মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র? সেই রহস্যকে আরো ঘনীভূত করল সঞ্জয়ের মায়ের এই অভিযোগ।