সম্প্রতি ‘সিতারে জ়মিন পর’ ছবির হাত ধরে পর্দায় ফিরেছেন তারকা অভিনেতা আমির খান। এবার ফের শিরোনামে উঠে এসেছেন তিনি। একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে তাঁর বাড়ি থেকে। ভিডিওটি দেখে স্বভাবতই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে—হঠাৎ এমন কী ঘটল, যার ফলে আমিরের বাড়িতে পৌঁছল পুলিস? কোনও বিপদের আশঙ্কা? অভিনেতার ফ্যানেরা রীতিমতো চিন্তিত।
তবে চিন্তার বিশেষ কারণ নেই বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রায় ২৫ জন আইপিএস অফিসার মুম্বইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতে গিয়েছিলেন। যদিও একটি রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁরা অভিনেতার সঙ্গে কেবল সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে এই বিষয়ে আমির খান বা তাঁর টিম অথবা কোনও সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু এই ভিডিও সামনে আসার পর থেকেই আমিরের ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম নিউজ১৮ আমির খানের টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তাঁরা জানান যে এখনও তাঁরা পুরো ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নন। আমিরের টিমের একজন সদস্য জানান, “আমরাও এখনও বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।” উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে সম্প্রতি মেঘালয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে তাকেই এবার পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন অভিনেতা। শোনা গিয়েছিল এই ঘটনার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা শুরু করেছেন তিনি। সেই বিষয়ে কথা বলতে, বা রিসার্চের কারণেই পুলিশ অফিসারেরা তাঁর বাড়ি গিয়েছিলেন কি না সেই নিয়েও উঠছে প্রশ্ন, তৈরি হচ্ছে জল্পনা। প্রসঙ্গত, সেই ছবিতে তিনি অভিনয় করবেন, নাকি শুধু প্রযোজনার দায়িত্ব সালাবেন, তা এজানা যায়নি।
আমির শীঘ্রই ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উৎসবের ১৬তম সংস্করণে তাঁর উপস্থিতিতে ভারতীয় চলচ্চিত্রে তাঁর ব্যতিক্রমী কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে একটি অনন্য প্রদর্শনী হবে, যার সমাপ্তি ঘটবে তাঁর সাম্প্রতিক ছবি, ‘সিতারে জমিন পর’-এর উপর একটি স্পটলাইট প্রেজেন্টেশনের মাধ্যমে। মুক্তির এক মাসের মাথায় পরিসংখ্যান বলছে আমিরের ‘সিতারে…’ ভারতে মোট ১৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। পরিচালক রাজকুমার হিরানির বায়োপিকে তাঁকে এরপর দেখা যাবে।