চলতি বছর আরসিবি’র হয়ে আইপিএল জিতলেও অধিনায়ক হিসেবে কখনও শিরোপা জিততে পারেননি বিরাট কোহলি। ২০২১ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে এ বার আরসিবি দলে কোহলির এক প্রাক্তন সতীর্থ জানালেন, আরও আগেই নাকি বিরাটকে নেতৃত্ব সরানোর চিন্তা ভাবনা শুরু হয়েছিল। আর এর নেপথ্যে ছিলেন এমন একজন, যাঁর হাত ধরেই জীবনের অন্যতম সবথেকে বড় স্বপ্নটি পূরণ করতে পেরেছিলেন কিং কোহলি।
২০১৯ এবং ২০২০ মরশুমে কোহলির নেতৃত্বে আরসিবি দলে খেলেছিলেন ইংল্যান্ডের মঈন আলি। তিনিই ফাঁস করেছেন এই গোপন কাহিনিটি। সম্প্রতি এক ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মঈন। সেখানেই তিনি জানিয়েছেন, গত ২০১৯ সালেই কোহলিকে নেতৃত্ব থেকে হটানোর পরিকল্পনা করা হয়েছিল আরসিবি শিবিরে। আর সে পরিকল্পনা করছেন তৎকালীন কোচ গ্যারি কার্স্টেন। যাঁর প্রশিক্ষণেই ২০১১ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন কোহলিরা।
সাক্ষাৎকারটিতে প্রশ্ন করা হয় মঈনকে। সত্যিই কি কোহলিকে আরসিবি’র নেতৃত্ব থেকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করা হয়েছিল? জবাবে সম্মতি দেন মঈন। সেই সঙ্গে ইংল্যান্ডের অলরাউন্ডার আরও জানান যে, দীর্ঘ ৭ বছর অধিনায়কত্বের দায়িত্ব পালন করা সত্ত্বেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি কোহলি। সেই কারণেই কার্স্টেন তাঁকে বদলে পার্থিবের হাতে ব্যাটন তুলে দিতে চেয়েছিলেন।
ভারতের ২০১১ বিশ্বকাপ জেতার অন্যতম বড় কারিগর ছিলেন কোচ কার্স্টেন। কোহলিও ছিলেন সেই দলের প্রতিশ্রুতিমান এক ক্রিকেটার। শোনা যায়, কোহলি সহ দলের সকল তরুণ সদস্যের কাছেই কার্স্টেন ছিলেন অনেকটা বটগাছের মতো। তবে মঈন বলেন, “সেটা ছিল কার্স্টেনের দ্বিতীয় বছর। আমার মনে আছে, সে সময় পার্থিবের কথা ভাবা হয়েছিল। কারণ ওর ছিল ক্ষুরধার মস্তিষ্ক। সেই সময় দলে এই নিয়েই আলোচনা চলত।” যদিও এরপরেও শেষপর্যন্ত কেন বিরাটকে সরানো হল না, সে উত্তর আজও নেই মঈনের কাছে।
