সম্প্রতি পহেলগামের ঘটনার পর আরো তলানিতে পৌঁছেছে ভারত-পাকিস্তনে সম্পর্ক। যদিও পাকিস্তান ভালো করেই জানে যে ভারতকে অশান্ত করতে তারা নানা সময়ে সন্ত্রাসকে ব্যবহার করছে সেই ভারত ছাড়া তাদের বাঁচার উপায় নেই।ভারত পাহেলগামের জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান তার কাছে কতটা দুর্বল। কিন্তু তা সত্বেও পাকিস্তানের সঙ্গে কিছু বাণিজ্য সম্পর্ক এখনও রয়ে গিয়েছে। কারণ কৃষি থেকে ওষুধ সব কিছুর জন্য ভারতেরই মুখাপেক্ষী সন্ত্রাসের জননী পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলেও পাকিস্তান যে ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল, তা বোঝা যায় এখানেই। বিশেষত পাকিস্তানের শিল্প ও কৃষি খাতের একটা অংশ ভারতের উপর নির্ভরশীল। এ ছাড়াও ভারতীয় ওষুধের উপর নির্ভর করে রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ।
তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে ২২০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি পণ্য আমদানি করেছে পাকিস্তান। যা গত অর্থবর্ষের ২০৬ মিলিয়ন ডলারের থেকেও বেশ খানিকটা বেশি। যদিও পাকিস্তান থেকে আমদানির অঙ্কটা এখনও সেই ১.৪৩ মিলিয়ন ডলারেই আটকে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে আমদানির খরচ কম। এ ছাড়াও ভারতীয় পণ্য উৎপাদনের দিক থেকে অনেক সাশ্রয়ী। সেই কারণেই ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল পাকিস্তান। এ ছাড়াও ভারতীয় ওষুধ, যা মানের দিক থেকে গোটা বিশ্বে সমাদৃত ও দামে অন্য দেশের ওষুধের তুলনায় অনেকগুণ কম। সেই ওষুধের দিকে তাকিয়ে পাকিস্তান। তাই শেহবাজ সরকার যতই ফাঁকা বুলি আওড়ান না কেন ঝুলি হাতে সেই ভারতের সামনেই দাঁড়াতে হয় তাঁকে।