আধারকে বর্তমানে আপনার বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হয়। সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হোক বা ট্রেনের টিকিট কাটা, আধার না দেখাতে পারলে কোনও সুবিধাই আপনি পাবেন না। কিন্তু বর্তমানে সমস্যা হল ভুয়ো আধারের রমরমা। আপনার আসল তথ্য ব্যবহার করে হুবহু নকল করে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড। ধরা ভীষণ কঠিন। যদিও এই ভুয়ো আধার নিয়ে উত্তাল এখন রাজ্য থেকে দেশের রাজনীতি।
কিন্তু এই নকল বা ভুয়ো আধার কার্ড ধরার পদ্ধতিও আছে। একনজর দেখেই তৎক্ষনাৎ বুঝে নিতে পারবেন কার্ডটি আসল নাকি নকল? ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে একটি সহজ পদ্ধতিতে বোঝা যাবে আধার আসল নাকি নকল।
সেই উপায় হল, প্রতিটা আধার কার্ডে একটি করে কিউআর কোড থাকে। এই কোডের মধ্যে ওই আধার কার্ডের মালিকের সমস্ত তথ্য এনক্রিপ্টেড থাকে। আপনি যদি কোনও কিউআর কোড রিডারে ওই কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু ওই কার্ডের সব তথ্যই আপনি দেখতে পাবেন। এবার যদি স্ক্যান করে পাওয়া তথ্যের সঙ্গে কার্ডের তথ্য না মেলে, তাহলেই বুঝবেন গোলমাল।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে, কিউআর কোড যদি স্ক্যান করা না যায় বা তথ্য না মেলে তাহলে বুঝতে হবে ওই আধার কার্ড জাল।
সরকারি তরফে আরেকটি বিষয়ে জোর দিয়ে বলা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্য বলা হয়েছে, কোথাও আপনার আধার যদি পরিচয়ের প্রমাণপত্র হিসাবে জমা করেন তাহলে মাস্কড আধার দিন। যে কার্ডে আপনার আধার নম্বর ঢাকা থাকে। তাতে আপনার ব্যক্তিগত তথ্য হাতানো একটু সহজ নয়।
