দিল্লি বিমানবন্দরে অভিনেত্রী করিশ্মা কাপুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে বিবাদ। সেই পারিবারিক ও আইনি বিরোধের মাঝেই করিশ্মা তাঁর দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে রাজধানীতে পৌঁছন। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যাচ্ছে, করিশ্মা সামনে এগিয়ে যাচ্ছেন এবং তাঁর পেছনে সামায়রা ও কিয়ান চুপচাপ হাঁটছে। ভিডিওটি ‘বলিউড শাদিস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়।
করিশ্মার এই সফরের নেপথ্যে কি তবে রয়েছে এক গভীর পারিবারিক দ্বন্দ্ব? জানা যাচ্ছে, গত জুন মাসে দিল্লিতে পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। তাঁর শেষকৃত্যও হয় দিল্লিতেই। এরপর থেকেই শুরু হয় সঞ্জয়ের বিশাল সম্পত্তি ও পারিবারিক ব্যবসা ‘সোনা কমস্টার’-এর মালিকানা ঘিরে চরম দ্বন্দ্ব। সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, তিনি এখনও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানেন না এবং ঘটনার পেছনে সন্দেহজনক দিক রয়েছে বলে মনে করছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ছেলের মৃত্যুর পর তাঁকে মানসিক চাপে ফেলে জোর করে কিছু কাগজে সই করানো হয়েছে। তাঁর দাবি, সেই কাগজে আদতে কী লেখা ছিল, তা আজও বোঝেননি তিনি।
রানি কাপুর নিজেকে কাপুর পরিবারের একমাত্র প্রতিনিধি বলে দাবি করেছেন এবং কোম্পানির বার্ষিক সাধারণ সভা বন্ধের আবেদন জানিয়েছেন। কারণ, ওই সভায় নতুন পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা, যা রানি কাপুরের মতে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল। ইতিমধ্যেই প্রিয়াকে ‘সোনা কমস্টার’-এর বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা নিয়ে আপত্তি জানিয়েছেন রানি কাপুর। একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশ্ন উঠছে বারবার, তাহলে কি বিপুল সম্পত্তিই কাল হল সঞ্জয়ের? তাঁর মৃত্যু নেপথ্যে কি রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র?
এই ঘটনার ফলে কাপুর পরিবারে চলা সম্পত্তি ও সংস্থার নিয়ন্ত্রণ ঘিরে দ্বন্দ্ব আরও তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটেই করিশ্মার দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।