নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুক্রবার ঘোষণা করা হল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘১২থ ফেল’ জিতেছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার যুগ্মভাবে জিতেছেন শাহরুখ খান (জওয়ান) এবং বিক্রান্ত মাসে (১২থ ফেল)। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।
‘দ্য কেরালা স্টোরি’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা বিজয়রাঘবন এবং মুথুপেট্টাই সোমু ভাস্কা। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী জানকি বোধিওয়ালা এবং উর্বশী।
সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য নির্মিত সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’। সেরা হিন্দি ছবি ‘কাঁঠাল’, সেরা মালয়ালম ছবি ‘উল্লাঝুক্কু’, সেরা তামিল ছবি ‘পার্কিং’ এবং সেরা তেলুগু ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘ভগবন্ত কেসারি’।
এই পুরস্কারের জন্য কেন্দ্রীয় সেন্সর বোর্ড (CBFC)-এর কাছ থেকে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে ছাড়পত্রপ্রাপ্ত ছবিগুলিকেই বিবেচনায় আনা হয়েছে।
২০২৩ সাল সাম্প্রতিক সময়ের অন্যতম সফল বছর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে। ওই বছরে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’, ‘ওএমজি ২’, ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘আদিপুরুষ’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবি। তেলুগু ইন্ডাস্ট্রিতে ‘সীতা রামম’, ‘মন্থ অফ মধু’, ‘বালগাম’-এর মতো ছবি এবং তামিল সিনেমায় ‘জেলার’, ‘লিও’ সুপারহিট হয়েছে। মালয়ালম সিনেমায় ‘নানপাকাল নেরথু মায়াক্কম’, ‘২০১৮: এভরিওয়ান ইজ এ হিরো’, ‘ইরাট্টা’, ‘কাঠাল – দ্য কোর’, ‘অদৃশ্য জলকঙ্গল’-এর মতো প্রশংসিত ছবি মুক্তি পেয়েছে।
বলিউড থেকে দক্ষিণ ভারত তথা গোটা ভারতীয় সিনেমার জয়গান ছিল ২০২৩।