ধর্ষণ মামলায় সদ্য জামিনে মুক্তি পেয়েছিল অভিযুক্ত। জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতাকে গুলি করে খুনের চেষ্টা অভিযুক্তের। ভয়াবহ অভিযোগ রাজধানীতে।হাড়হিম করা এই ঘটনা দিল্লির বসন্ত বিহারে। । তবে এই ঘটনায় মূল অভিযুক্ত সাফি ও তাঁর সঙ্গী অমন শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত বছর সাফির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। কিছুদিন আগে সেই মামলায় জামিন পেয়েছিল অভিযুক্ত। জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতাকে খুনের ষড়যন্ত্র করে সাফি। গত বুধবার নির্যাতিতা যখন অটো করে যাচ্ছিলেন, তখন কালো রঙের মোটর সাইকেলে চেপে তাঁকে অনুসরণ করে সাফি। সুযোগ পেয়ে নির্যাতিতাকে গুলি করে অভিযুক্ত। অভিযোগ এমনটাই। খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর জখম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৩১ জুলাই পুলিশ অমন শুক্লাকে গ্রেফতার করে। তার মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। অমনকে জেরা করে মেলে সাফির হদিশ। ১ অগস্ট গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সাফিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে দিল্লির বসন্ত বিহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, আক্রান্ত মহিলা ধর্ষণের মামলা দায়ের করায় ক্ষুব্ধ ছিল সে। বারবার বলার পরেও নির্যাতিতা মামলা তোলেননি। এমনকি, যোগাযোগ করার চেষ্টা করলেও মহিলা তাকে এড়িয়ে যায়। সে কারণেই অভিযুক্ত গুলি চালায়। তবে দিনদুপুরে মহিলাকে যেভাবে গুলি করা হয়েছে তাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
Leave a comment
Leave a comment