রেলের টিকিটে প্রবীণদের জন্য ছাড় ফেরাতে সুপারিশ করল রেলওয়ে স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটির এই সুপারিশের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, ২০২০ সালে
করোনার সময়ে রেলমন্ত্রক রেলের টিকিটের উপর একাধিক ছাড় বাতিল করেছিল। যার মধ্যে ছিল প্রবীণ নাগরিকদের জন্য বরাদ্দ ছাড়ও।
করোনা পর্ব কবেই মিটে গিয়েছে। কিন্তু প্রবীণদের জন্য উঠে যাওয়া সেই ছাড় আর ফেরেনি। যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। অন্যদিকে রেলমন্ত্রক জানিয়েছিল, প্রবীণদের ছাড় ফিরিয়ে আনার কোনও পরিকল্পনাই নেই। তবে এ বার রেলের স্ট্যান্ডিং কমিটিই প্রবীণদের টিকিটের ছাড় ফিরিয়ে আনার জন্য সুপারিশ করল।
মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তাঁর কাছে রেলের টিকিট ভাড়ায় প্রবীণদের জন্য বরাদ্দ ছাড় ফিরিয়ে আনার সুপারিশ করেছে রেলের স্ট্যান্ডিং কমিটি। স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি–টিয়ারে যাতে প্রবীণরা ছাড়ের সুবিধা পান — তার জন্যই সুপারিশ করেছে কমিটি। স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অবশ্যই বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে প্রবীণরা ফের ছাড়ের সুবিধা পাবেন, এমন কোনও আশ্বাসই এখনও মেলেনি।
রেলমন্ত্রী জানিয়েছেন, রেলের দূরপাল্লার ট্রেনে প্রতি টিকিটে যাত্রীরা ৪৫ শতাংশ ভর্তুকি পান। অর্থাৎ, ১০০ টাকার টিকিট ৫৫ টাকায় পান যাত্রীরা। এই ভর্তুকি দিতে ২০২৩–২৪ অর্থবর্ষে টিকিটের দামে ৬০ হাজার ৪৬৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
করোনার সময় অনেক ছাড় তুলে দেওয়া হলেও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য চার রকমের ছাড়, অসুস্থদের জন্য ১১ রকমের ছাড় এবং পড়ুয়াদের জন্য ৮ রকমের ছাড় আজও বহাল রয়েছে।