আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিকে নতুন ঔপনিবেশিকতাবাদ বলে কটাক্ষ করল রাশিয়া। শুল্ক আরোপ নিয়ে এবার হোয়াইট হাউসকে কড়া বার্তা দিল মস্কো। এদিন রাশিয়া, হোয়াইট হাউসকে কার্যত বুঝিয়ে দিয়েছে শুল্ককে অস্ত্র করে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে মার্কিন প্রেসিডেন্ট যে হুঁশিয়ারি দিচ্ছেন তাতে আমল দিচ্ছে না মস্কো। রাশিয়ার সাফ কথা, শুল্ক চাপিয়ে বা নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক ও তার ইতিহাসকে বদলাতে পারবেন না ট্রাম্প। আমেরিকার শুল্ক অস্ত্রের সামনে রাশিয়া যে বন্ধু দেশগুলির পাশে দাঁড়াতে প্রস্তুত সেকথাও বুঝিয়ে দিয়েছে মস্কো।
মঙ্গলবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন শুল্ক নীতির কড়া নিন্দা করে বলেন, আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন বিদেশনীতির পথ বেছে নেওয়া দেশগুলির উপর আমেরিকা রাজনৈতিকভাবে অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ দুর্ভাগ্যবশত বর্তমান সময়ের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আমেরিকার এই নীতি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিদেশনীতিকে প্রভাবিত করছে। বর্তমান বিশ্বে আমেরিকার সেই আধিপত্য আর নেই। কিন্তু সেটা তারা মেনে নিতে পারছে না। তাই একটি নব্য-ঔপনিবেশিক অ্যাজেন্ডা অনুসরণ করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক দেশের উপর নতুন করে চড়া হারে শুল্ক ধার্য করার পর এই প্রথম ওয়াশিংটনকে জোরালো বার্তা দিল রাশিয়া।
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলা বাহুল্য তাতে কর্ণপাত করেনি মোদি সরকার।
আমেরিকার সমালোচনা করে জাখারোভা আরও বলেছেন, ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানোর খেলায় মেতেছেন সেটা সংশ্লিষ্ট দেশগুলির সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে রাশিয়া তার বন্ধু দেশগুলির পাশেই থাকবে।
বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও বাড়াতে এবং একতরফাভাবে চাপানো অবৈধ নিষেধাজ্ঞা প্রতিরোধ করতে প্রস্তুত আছে মস্কো।
জাখারোভা বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলিকেও ছাড়ছেন না। তাদের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে হোয়াইট হাউস। মার্কিন অর্থনীতির এই দাপটকে চ্যালেঞ্জ জানাতে এবং ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও মজবুত ও সুসংহত করার ডাক দিয়েছেন জাখারোভা ।
Leave a comment
Leave a comment