এশিয়া কাপ হকি খেলতে ভারতে নাও আসতে পারে পাকিস্তান। কিছুদিন আগে শোনা গিয়েছিল এমন কথাই। অবশেষে সত্যি হল সেটাই। আগামী ২৭ আগস্ট থেকে এ দেশে বসছে এশিয়া কাপের আসর। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হকি ইন্ডিয়া’র শীর্ষ কর্তা জানিয়েছেন, এশিয়া কাপ খেলার জন্য ভারতে দল পাঠাবে রাজি নয় পাকিস্তান। তাদের বদলে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।
পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি তলানিতে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধের ডাক দিয়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ। পাশাপাশি ৭ দলীয় এশিয়া কাপ হকি খেলতেও চিরশত্রুদের ভারতে আসার ভিসা দিতে চায়নি মোদি সরকার। অনেক জল ঘোলার পর শেষপর্যন্ত সরকার সেই আপত্তি তুলে নিলেও এ বার বেঁকে বসল খোদ পাকিস্তানই।
এর আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনস্থ যুব উন্নয়ন এবং ক্রীড়া দফতরের চেয়ারম্যান রানা মাসুদ খান জানিয়েছিলেন, ভারতের মাটিতে পাকিস্তান দলের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা আগে খতিয়ে দেখা হবে। এরপর যদি পাক সরকার সন্তুষ্ট হয়, তা হলেই পাকিস্তানের হকি দল আসবে ভারতে। এরপর একটি খ্যাতনামা সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয় যে, আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করা হলে পাকিস্তান আসবে না এ দেশে।
অবশেষে সেটাই সত্যি হল। ফলে এশিয়া কাপ খেলা হচ্ছে না পাকিস্তানের। অর্থাৎ অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে বয়কটের রাস্তা নিয়েছিল। এ বার ভারতের বিরুদ্ধে সেই রাস্তাতেই হাঁটল পাকিস্তান। গত
২০২৩ সালে ক্রিকেটের এশিয়া কাপ এবং এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। এ বার হকিতে পাকিস্তানও দল পাঠাল না ভারতে। শুধু এশিয়া কাপে নয়। একইসঙ্গে আসন্ন যুব হকি বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়ল পাকিস্তান। কারণ আগামী নভেম্বর-ডিসেম্বরে সেটির আসর বসার কথা ভারতের চেন্নাই এবং মাদুরাইয়ে।