ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক ‘রাখি’। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয় রাখিবন্ধন। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে, আর ভাই তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। ২০২৫ সালের রাখি বন্ধন নিয়ে এখন থেকেই সকলের আগ্রহ তুঙ্গে। কবে পড়ছে এই উৎসব? কখন রাখি বাঁধা শ্রেয়? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
২০২৫ সালে শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হবে ৮ অগস্ট দুপুর ২টা ১২ মিনিটে এবং শেষ হবে ৯ অগস্ট দুপুর ১টা ২৪ মিনিটে। সেই অনুযায়ী, রাখি বন্ধন পালিত হবে ৯ অগস্ট, শনিবার। এই দিন সকালে অর্থাৎ ৫টা ২১ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত রাখি বাঁধার জন্য অত্যন্ত শুভ সময় বলে গণ্য করা হয়েছে।
অনেকেই মনে করেন, রাখি বন্ধনের সময় ভদ্রার ছায়া থাকলে তা অশুভ হতে পারে। তবে এই বছর সেই চিন্তার কোনো কারণ নেই। কারণ, ভদ্রার ছায়া শুরু হবে ৮ অগস্ট দুপুর ২:১২ মিনিটে এবং শেষ হবে ৯ অগস্ট রাত ১:৫২-তে। কিন্তু রাখি বাঁধার শুভ সময় শেষ হবে দুপুর ১:২৪-এ, ফলে ভদ্রার ছায়া রাখি বন্ধনের উপর প্রভাব ফেলবে না।
এছাড়াও এই দিনে রয়েছে একাধিক শুভ যোগ। সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে সকাল ৫:৪৭ থেকে দুপুর ২:২৩ পর্যন্ত, সৌভাগ্য যোগ থাকবে ১০ অগস্ট পর্যন্ত, আর শোভন যোগ থাকবে ১০ অগস্ট দুপুর ২:১৫ পর্যন্ত। যাঁরা ব্রহ্ম মুহূর্তে রাখি বাঁধতে চান, তাদের জন্য সময় হল ভোর ৪:২২ থেকে ৫:০৪। আবার অভিজিত মুহূর্তে রাখি বাঁধতে চাইলে বেছে নিতে পারেন দুপুর ১২:১৭ থেকে ১২:৫৩-এর মধ্যে।
সুতরাং, রাখি বন্ধন ২০২৫ সালে পালিত হবে ৯ অগস্ট, শনিবার। এই দিনে ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার বন্ধন আরও দৃঢ় হবে। শাস্ত্র মতে নির্ধারিত এই শুভ মুহূর্তে রাখি বাঁধলে সংসারে আসবে শান্তি, সৌভাগ্য ও কল্যাণ।
