অভিনয় থেকে এক ধাপ সরে এসে প্রযোজনায় মন দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। ২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’–এর হিন্দি রিমেক নিয়ে প্রায় পাঁচ বছর ধরে জড়িত থাকলেও, এবার তিনি অভিনয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিবর্তে, নিজের প্রযোজনা সংস্থা ‘কেএ প্রোডাকশনস’–এর ব্যানারে ছবিটির প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি।
মূলত রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথওয়ে অভিনীত ‘দ্য ইন্টার্ন’–এর হিন্দি সংস্করণে দীপিকা ও ঋষি কাপুরকে একসঙ্গে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর সেই চরিত্রে যুক্ত হন অমিতাভ বচ্চন।
মিড-ডে–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “এবার দীপিকা কেবল এই ছবির প্রযোজকের ভূমিকায় থাকবেন, অভিনয়ে নয়। সৃজনশীল দিক ও লজিস্টিক পুনর্গঠনের দায়িত্বও নেবেন তিনি। যে চরিত্রটি আগে তাঁর জন্য নির্ধারিত ছিল, সেখানে নতুন নায়িকাকে নেওয়া হবে।”
আরও জানা গেছে, “এই ছবি হল আগামী বছরে দীপিকার হাতে থাকা পাঁচটি প্রজেক্টের প্রথম। তিনি এমন গল্প বলতে চান, যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক।”
প্রসঙ্গত দীপিকা কয়েক মাস আগেই সরে দাঁড়িয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে। জানা গিয়েছিল, সৃজনশীল মতবিরোধ এবং দিনে আট ঘণ্টার বেশি কাজের চাপ, লাভের ভাগ ও উচ্চ পারিশ্রমিকের মতো শর্তের কারণে তিনি ছবিটি ছেড়ে দেন। পাশাপাশি, তেলুগু ভাষায় সংলাপ বলতে অস্বীকার করেন বলেও শোনা যায়। এর পর ‘স্পিরিট’ ছবিতে দীপিকার জায়গায় প্রভাসের বিপরীতে যুক্ত হন তৃপ্তি দিমরি।
সম্প্রতি আরও গুঞ্জন ওঠে, মা হওয়ার পর কম সময় শুটিংয়ের দাবি তোলায় ‘কল্কি ২’ থেকেও দীপিকার ভূমিকা কমে যেতে পারে বা একেবারে বাদ পড়তে পারে। তবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিটি এখনও প্রি-প্রোডাকশনে রয়েছে, কোনও শুটিং, আলাপ বা মতবিরোধই হয়নি।
দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাওয়া ‘সিঙ্ঘম এগেইন’ ছবিতে। গত বছর সেপ্টেম্বর মাসে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে কন্যাসন্তানের জন্ম দেন, নাম রাখেন দুয়া।